নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

আমাকে সে আজও সেজদা করেনি

২২ শে জুন, ২০১৩ রাত ৩:৩৭

#####

আমাকে সে আজও সেজদা করেনি

===================================

ধর্মের দোহাই দিয়ে ধর্মগ্রন্থগুলোকে বগলদাবা ক’রে নিয়ে বিকৃত ব্যাখ্যার মাধ্যমে কৌশলে পেঁচিয়ে শান্তির বাণীকেও সন্ত্রাসের সমান গণ্য করানোর চেষ্টা চালায় যারা, তাদের কাছ থেকে ধর্মের বাণী শুনলে ধার্মিকেরাও বিভ্রান্ত হয়ে নিজেদের অন্তরের দাবিয়ে রাখা সন্ত্রাসী আবেগকে ভালোবাসতে শুরু করে। এমনও দেখা যায়, কেউ আবেগাক্রান্ত হলে পরে, সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হ’তে না-পারলেও, স্বগোত্রের সন্ত্রাসীদেরকে সে প্রকাশ্যে সমর্থন এবং প্রশ্রয় দিয়ে যাচ্ছে।

যাদের কাছ থেকে ধর্মগ্রন্থের কোনো অংশের ব্যাখ্যা শুনলে, কোনো মানবসন্তান ধৈর্যধারী সহ্যশীল শান্ত সভ্য বিবেকবান না-হয়ে বরং তেজোদীপ্ত আক্রমণকারী আত্মঘাতী হয়ে ওঠে, নিশ্চয়ই ঐ চটুল ব্যাখ্যাকারীরা অশান্তিধর্মী, মানুষের চিরশত্রু জ্বলন্ত আগ্নেয় শয়তানের ক্রীতদাস, তারা প্রকাশ্য শয়তানিতে লিপ্ত।

অভিশপ্ত শয়তান তো আমার নাগালের বাইরে নয়, বরং অতি নিকটেই থাকে। চূড়ান্ত জ্ঞানী, তবে মিথ্যে অহংকারে অহংকারী অক্ষম দাম্ভিক সে, কুর্নিশে যদিও কিছুটা নত, আজও আমার প্রতি পূর্ণাবনত হয়নি। সত্যে মিথ্যায় সংমিশ্রিত ভুলে নির্ভুলে সমন্বিত এই অ-নির্ভুল আমাকে সে আজও সেজদা করেনি।



করণিক : আখতার২৩৯

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.