![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#####
প্রতিনিধি নির্বাচনের বিকল্প গাণিতিক সূত্র
=====================
আমি যাকে খুঁজে নিতে বাধ্য হই,-
সে তো আমার মিত্র নয়, এবং তার মিত্র হওয়াটা সম্ভবও নয় কখনো।
তবে, সে যে আমার শত্রুর শত্রু, -এ জন্যেই সে আমার মনোনীত,
আমার অস্তিত্বের স্বার্থেই আমি তাকে আমার ইচ্ছাধীন প্রতিনিধি বানাই।
মালিকের অস্তিত্ব মালিকানার মর্যাদায়।
আমার আত্মীয়রা আমার সম-মর্যাদার,
কেউ কারো চেয়ে আমরা বেশি বা কম নই।
কাউকে তার অনিচ্ছায়, জোর খাটিয়ে মালিকের অবস্থান থেকে নামিয়ে,
তার কাঁধে দায়িত্ব চাপিয়ে, তাকে দিয়ে প্রতিনিধিগিরি করানো সম্ভব নয়।
যেখানে কোনো মালিকানাধীন কিছু থাকে, প্রকাশ্যে দেখা না-গেলেও,
যখনি তা’ চুরি বা বেদখলে যাচ্ছে, সেটা কেউ বুঝতে পারলেই,
মালিকানাধারী মালিকের নির্দয় অস্তিত্ব টের পাওয়া যায়।
কোনো প্রতিনিধি যখন নিজেকে নিজের চেয়ে বড় ভাবতে শুরু করে,
ঐ প্রতিনিধি তখন তার মালিকদের প্রতিনিধিরূপে থাকতে পারে না,-
সে তখন মালিকের চাওয়ার প্রতিফলন ঘটানোর চেষ্টা ছেড়ে দেয়
আর নিজের স্বেচ্ছাচারিতার প্রদর্শন শুরু করে।
নিজেকে নিজের চেয়ে বড় ভাবতে থাকলে,
দক্ষতায়, পাণ্ডিত্বে, জ্ঞানে কিম্বা সামাজিক মর্যাদায়
কোনো প্রতিনিধি নিজেকে তার মালিকের মাথার ওপরে ওঠালে,
মালিকের অস্তিত্বে যে ভীষণ চাপটি পড়ে,-
কোনো মালিক তা’ সহ্য করতে পারে না।
আমাদের অস্তিত্বের স্বার্থেই বার বার শত্রুদেরকে ফেলে দিয়ে
আমরা যাদেরকে খুঁজে নিতে বাধ্য হই,- তারা কিন্তু আমাদের মিত্র নয়,
এবং আমরা জানি, মিত্র হতে পারা সহজে সম্ভবও নয় এখানে,
তবে, তারা যে আমাদের অবিস্মৃতির কিম্বা নিকটাতীতের শত্রুর শত্রু,
-এ জন্যেই তারা আমাদের মনোনীত।
অস্তিত্বের স্বার্থেই আমরা স্বেচ্ছাচারীকে দূরে ঠেলে দিয়ে,
আমাদের যোগ্য অনুগতদেরকে বারবার খুঁজে খুঁজে বেছে বেছে নিয়ে
আমাদের ইচ্ছাধীন প্রতিনিধি বানাই ...
গণকরণিক : আখতার২৩৯
©somewhere in net ltd.