নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

কেবলি উপার্জন নিয়ে অবিরাম ব্যস্ততার জ্বালা এ যেন বানরের অর্জনে জমানো কিছু মুক্তোর মালা

২৩ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৬

কেবলি উপার্জন নিয়ে অবিরাম ব্যস্ততার জ্বালা

এ যেন বানরের অর্জনে জমানো কিছু মুক্তোর মালা

==========================

অন্য কোনো জগতে কোনো যোগ্যতা অর্জনের জন্যে কোনো শিক্ষাঙ্গণ রাখা হয়নি। ব্যাঞ্জনাময় নিদর্শনপূর্ণ নিত্য পরিবর্তনশীল এই পৃথিবীতেই যা’ কিছু অর্জনের তা’ অর্জন করে নিতে হয়। উপভোগ করার যোগ্যতা এখানে জীবিত কালেই অর্জন করে নিতে পারার মধ্যেই সকল অর্জনের সার্থকতা।



বিত্তের পিছনে পিছনে ছুটে ছুটে ধন উপার্জনের মধ্যে কোনো কৃতিত্ব নেই এ-জন্যেই যে, ঘন ব্যস্ততার ফাঁকে সময়ের তীব্র অভাব থাকায়, নিত্য চলমান সময়কে উপভোগ করার যোগ্যতা অর্জন করতে না-পেরেও, আয়ুষ্কাল পর্যন্ত দৈহিক এবং মানসিক শ্রম দিয়ে যেতে বাধ্য হয় ঐ ছুটন্তরা।



বিত্তের পিছনে ছুটন্তদের পরিণতি, চূড়ান্ত ফলাফলে, অনেকাংশে ঐ সব আলসে পরজীবীদের মতো যারা অলসতায় শ্রেষ্ঠ এবং সুযোগ পাবার পরও যারা সময়কে উপভোগ করতে না-পারার মতো বিশাল ব্যর্থতার অপমান নিয়ে সহজেই কোনো অযোগ্যের মরণ মরে যেতে পারে।



কেবলি উপার্জন নিয়ে অবিরাম ব্যস্ততার জ্বালা,

এ যেন বানরের অর্জনে জমানো কিছু মুক্তোর মালা।



করণিক : আখতার২৩৯

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.