![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ইহারাই `দলোগণ’ পদবীতে ভূষিত
==========================
দু’প্রকারের মানবসন্তান, দলোগণ ও জনগণ, উভয়ের মধ্যেকার পার্থক্য মানসিকতায় এবং চারিত্রিক বৈশিষ্ট্যে, যা’ সুস্পষ্ট।
যারা কোনো আমলে হরতালের পক্ষে এবং কোনো আমলে হরতালের বিপক্ষে যায়, তারাই দলোগণ, --আর যেনারা কখনোই হরতালের পক্ষে থাকেন না, তেনারাই জনগণ।
দলোগণ, অবৈধ অস্ত্রধারী হ’তে পারাকে পছন্দ করে এবং কখনোই প্রতিপক্ষ অস্ত্রধারীকে ভয় পায় না।
অস্ত্রধারীরা অস্ত্রধারীদের ভয়ে ভীত বা আতঙ্কিত হয় না। তবে, ঐ অস্ত্রধারীরাই নিরস্ত্র জনসাধারণের গণপিটুনিকে ভয় পায়, যত ভয় পাওয়া উচিত, ভয় পায় তারা তার চে’ অনেক বেশি।
প্রতিপক্ষের দলোগণের কাছে দলোগণ প্রশ্রয় না-পেলেও, অসীম ধৈর্যশীল জনগণের সীমিত সহ্যশীলতায় আশ্রয় পেয়ে পেয়ে টিকে থাকে সকল দলোগণ।
গণকরণিক : আখতার২৩৯
©somewhere in net ltd.