![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপদেষ্টামণ্ডলীর বিশ্রামের অনিবার্যতা
=========================
নিয়ম না-মেনে, দলবল নিয়ে জোর খাটিয়ে আমি কোথাও ঢুকলে পরে, আমার মতোই নিয়ম না-মেনে কেউ যদি মালিকদের নীরবতার সামনেই আমাকে অপদস্থ ক’রে তাড়িয়ে দেয়, তখন কারো বিরুদ্ধে আমি কোনো অভিযোগ করলেও যে সুবিচার পাওয়ার আশা করতে পারি না, তা’ আমার উপদেষ্টারা না-বুঝলে, -একজন বিবেচক মানবসন্তান হিসেবে শুরুতেই আমার বোঝা উচিত এখানে জঘণ্য শয়তানিতে লিপ্ত আমার ধ্বংসকামীরাই আমার উপদেষ্টামণ্ডলী।
অস্তিত্বের স্বার্থে নিজের বিবেককে জেগে ওঠার সুযোগ দেবার অনিবার্যতায় মাঝে মধ্যে উপদেষ্টামণ্ডলীর বেড়ার বাইরে বেরোনোটা প্রত্যেক ব্যক্তির কর্তব্য এজন্যেই যে, সচেতন ব্যক্তি মাত্রই জানে, উপদেষ্টামণ্ডলীকে বিশ্রামে না-রাখলে মনুষ্য বিবেক জেগে ওঠার সুযোগ পায় না।
গণকরণিক : আখতার২৩৯
©somewhere in net ltd.