![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যেখানে যখন যা’ যোজনীয়
=============================
প্রতিবেশীর অসচ্ছল অবস্থা দেখে তৃপ্ত হবো কিম্বা প্রতিবেশীকে অসচ্ছল বানানোর আর্থ-সামাজিক চলমান প্রক্রিয়ায় বাধা না-দিয়ে পরোক্ষভাবে সহযোগিতাই করে যাবো আর চাইবো যে, রাষ্ট্রে সক্রিয় একটি জনগণ গড়ে উঠবে এবং প্রতিদান হিসেবে প্রতিবেশীরা দিয়ে যাবে সভ্যদের জন্যে শান্তিতে বাসযোগ্য কলহ-কোন্দল-সন্ত্রাসমুক্ত পরিবেশ!! দারুণ হাস্যকর প্রত্যাশা।
--‘আসুন, আমরা আমাদের প্রত্যেকের দখলের সম্পদের পরিমাণ এবং উৎসের বিবরণ দিয়ে দেশকে সম্মানিত করি,’ কিম্বা, ‘আমাদের মধ্যে যাদের কোনো অবৈধ সম্পদের উত্তরাধিকারী হবার সম্ভাবনা আছে, তারা সবখানেই মাথা নত রেখে চলবো; কোনো অবৈধখোরকেও কোনো নীতিকথা শোনাতে যাবো না। আমাদের মুখে ধর্মের বাণী, মানবতার বুলি, তথা নীতিবাক্যের উচ্চারণ শুনে বিরক্তদের কেউ যদি চড়-থাপড়ও মারে কিম্বা মারতে চায়, তার পায়ে মাথা ঠেকিয়ে তাকে শ্রদ্ধার আসনে রাখবো,’ –এ ধরণের কোনো প্রস্তাব কোনো জনসমাবেশ থেকে কেউ উচ্চারণ করলে, ঐ সমাবেশটাই ভেঙে যাবার সম্ভাবনা আছে জন্যে, বাড়াবাড়ি করতে না-দিয়ে, বরং ঐ প্রস্তাব বহনকারীকে সসম্মানে নিরাপদ দূরত্বে সরিয়ে রাখাটা এজন্যেই পরামর্শিত যে, মুক্ত পবিত্র সমাবেশগুলো কিশোর বা নবযৌবনধারীদের শিক্ষাঙ্গন নয়।
যেখানে যখন যা’ যোজনীয়, সেটাই সংক্ষেপে প্রয়োজনীয়।
গণকরণিক : আখতার২৩৯
©somewhere in net ltd.