![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবশ্যম্ভাবী দলাদলী প্রসঙ্গে
===============================
‘আনন্দময়ীর বিসর্জন কিম্বা ত্যাগ-ঈদের পর গণপিটুনিদাতা জনগণ মাঠে-ঘাটে-রাস্তায় নেমে পড়বে আর যেখানেই কোনো দলোগণকে পাবে ধ’রে ধ’রে নিধন করবে,’ -এমন কোনো ঘোষণা এবারেও কোনো পূজোর মণ্ডপ থেকে কিম্বা কোনো ঈদগাহের জনসমাবেশে উচ্চারিত হয়নি। আমুদে দর্শক জনসাধারণ বিরক্ত না-হওয়া পর্যন্ত দলোগণ নির্ভয়ে তাদের ধাওয়া-পাল্টাধাওয়ার পাতানো খেলাগুলো দেখিয়ে যেতে পারবে, এমনকী ঐ পাতানো খেলার মহড়ায় কেউ ক্লান্ত হয়ে আশ্রয় প্রার্থনা করলে জনগণের কাছেই তারা আশ্রয় পাবে। কেউ যদি বাড়াবাড়ি করতে গিয়ে গণপিটুনির শিকারে পরিণত হয় কোনো দল-ই তাকে নিজদলীয় দাবি করার ঝুঁকি নেবে না এজন্যেই যে, কেউ গণপিটুনির শিকার হ’লে তার পক্ষ নিয়ে কোনো মামলা রাষ্ট্রের আদালতে গ্রহণযোগ্যতা পায় না।
গণকরণিক : আখতার২৩৯
রঙ্গপুর : ১৭/১০/২০১৩খ্রি:
©somewhere in net ltd.