![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সংখ্যা এবং আশঙ্কা
=====================
ডিজিট মানে যেমন সংখ্যার একেকটি অংক, তেমনি ডিজিট অর্থ অঙ্গুলি (finger)-ও বটে। প্রত্যেকের অবস্থান, কর্মকাণ্ড, সম্পদের পরিমাণ এবং উৎস, ব্যক্তির কাছে রাষ্ট্রের পাওনা, রাষ্ট্রের কাছে ব্যক্তির পাওনা, পণ্যের আমদানি মূল্য থেকে খুচড়া বাজার দর সবকিছুর হিসেব যদি ডিজিটের 'অংক' অর্থটির আওতায় আনা হয়,--কয়েকটি ডিজিটের কোডের ভিতর যাবতীয় তথ্য ঢুকিয়ে রাখা যাবে এবং যেকোনো প্রয়োজনে যখন তখন ঐ তথ্য বের করে আনা যাবে, সেটা নিঃসন্দেহে সকলের জন্যে কল্যাণকর হবে মেনে নিচ্ছি। কিন্তু, 'অঙ্গুলি'-র সমার্থে ডিজিট শব্দটিকে ব্যবহার করা হলে,অর্থাৎ, --এযাবৎ কালের মতোই জনগণকে উপেক্ষা করে 'দলীয় অঙ্গুলি হেলনে চলবে রাষ্ট্রীয় কার্যক্রম!' যদি এমন অর্থই হয় আগেও যা’ ছিল, -তবে ডিজিটাল পদ্ধতি এখানে তো নতুন কোনো সংবাদ বহন করে না।
গণকরণিক : আখতার২৩৯ রঙ্গপুর : ০৬/১১/২০১৩খ্রি:
#################
পূর্বপ্রস্তুতি : ১১(এগারো)
গণতন্ত্রের প্রাথমিক পাঠ:- ০৫
©somewhere in net ltd.