![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশদর্শন # নভেম্বর, ২০১৩ # বাংলাদেশ
=================================
এখানে দলোগণ তাদের দায়িত্ব পালন করতে গিয়ে এমন কিছু করেনি এবং তারা এমন কিছু ক’রে এসেছে যে, বিরক্ত জনসাধারণের সামনে এখন তারা কোনো সত্য প্রতিজ্ঞা নিয়েও আর দাঁড়ানোর সাহস পাচ্ছে না।
জনগণ যে তাদেরকে আবারো বিশ্বাস করতে পারবে, -কোনোভাবেই পারবে না, যদিও কোনো ধারণাই চূড়ান্তভাবে বাস্তবে নিত্যনিশ্চিত নয়, হয়তোবা জনগণ পারতেও পারে, -ইতিবাচক দিক থেকে দলোগণেরা তা’ এখানে ভাবতেও পারছে না।
জনগণের প্রতি সম্পূর্ণভাবে আস্থা হারিয়ে তারা নিজেরাই নিজেদের আত্মরক্ষার চেষ্টায় উঠে প’ড়ে লেগেছে। তারা যে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছে, তা’ বোঝা যাচ্ছে তাদের উন্মত্ত জেদাজেদি আর অস্থির গলাবাজি দেখে। নিজেদের বোধনের বাইরে কোনোকিছুতেই তারা এখন ভরসা পাচ্ছে না। দু’হাজার পনেরোর আগে তাদের হুশ ফিরবে এমন কোনো আভাসও পাওয়া যাচ্ছে না।
আত্মঘাতী হওয়ার ঝঁকি নিয়ে সংঘর্ষের মাঝে ঢুকে গিয়ে দলগণের বাড়াবাড়ি কোন্দল কেউ এখানে থামাবে, তেমন মহাপ্রাণ কোনো উন্মাদ জনসাধারণের মধ্যে থাকলেও থাকতে পারে, যাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
এদেশের কোনো দীর্ঘস্থায়ী ক্ষতি করার ক্ষমতা এখানে কোনো দলোগণের নেই। নিজেদের-ই অপূরণীয় বিশাল কোনো ক্ষতি হ’য়ে যাবার আগেই হঠাৎ যদি কখনো দলোগণের চেতনা ফেরে, অনেক মন্দের মধ্যেও, সেটা হবে তাদের আত্মরক্ষার স্বার্থেই অনেক ভালো। নিশ্চয়ই জনগণের ধাওয়া খেয়ে দেশত্যাগ করার মধ্যে গর্বিত হওয়ার মতো কিছু নেই।
গণকরণিক : আখতার২৩৯ রঙ্গপুর : ২৬/১১/২০১৩খ্রি:
ইহারাই `দলোগণ’ পদবীতে ভূষিত
আমরা দলোজীবী দলোগণ, দল করা আমাদের কর্ম
জিজ্ঞাসা সাধারণ: -ভাদ্র, ১৪২০
জনগণের চাহিদাপত্র, ১৩/১১/২০১৩, বাংলাদেশ
©somewhere in net ltd.