নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

জোড়াতালি

০৮ ই ডিসেম্বর, ২০১৩ ভোর ৫:১০

জোড়াতালি

*****

গণপিটুনির দিনে অবৈধ মালিকানাধারী নরাধমেরা কেউ যেন ‘আগে সতর্ক করা হ’লে আমরাও মানুষ হতাম’ বলতে না-পারে, তাই ‘কলের গান’-এর ভাঙা রেকর্ডের মতো ঘুরে ফিরে একই কথার পৌনঃপুনিক প্রকাশনা ....

============================

((--‘আমরাই দায়ী আমাদের বর্তমান দশার জন্য’- স্বীকার ক’রে নিয়ে নিজেদেরকে ঘৃণা করতে যতদিন আমরা ব্যর্থ হবো, সার্বজনীন কল্যাণের দাবিতে আমরা এখানে ঐক্যবদ্ধ হ’তে পারবো না এবং আত্মরক্ষার জন্য ব্যক্তিস্বার্থকেই প্রধান্য দিতে বাধ্য হবো।

অন্যদের মাধ্যমে নয়, --আমাদের কল্যাণ আমাদের সমন্বিত চাওয়ার মাধ্যমেই সম্ভব, এটাই আমাদের গর্ব করার মতো বিশাল একটি পাওয়া।

এই দেশ এবং দেশবাসী এজন্যেই গর্বিত যে, বহিরাগত কেউ করুণা করে এদের উন্নয়ন ঘটাতে পারবে না। এখানে যা’ ঘটানোর তা’ জনসাধারণকেই ঐক্যবন্দি হয়েই ঘটাতে হবে।

বহিরাগতরা অথবা বহিরাগত করুণাপ্রাপ্ত যে-কেউ এদেশের কল্যাণ করতে চাইলেও তা’ পারবে না, বরং সে স্বেচ্ছায় অথবা অনিচ্ছায় এই দেশ এবং দেশবাসীকে চুষে চুষে বিশাল বিত্তবানে পরিণত হ’তে বাধ্য হবে, অর্থাৎ, -দাতা হবার বাসনা নিয়ে এসে ঋণখেলাপি অকৃতজ্ঞ ভিখারিতে পরিণত হ’তে বাধ্যই হবে সে প্রকৃতির অপরিবর্তনীয় বিধানে। এদেশের সঙ্গে সঙ্গে এদেশে জন্মেছে এবং জন্মিবে যারা, তারাও যথার্থেই গর্বিত।

--‘সার্বজনীন কল্যাণে প্রতিপক্ষ শত্রু প্রতিবেশীও লাভবান হবে,’ ভেবে পরশ্রীকাতরতা-রোগে আক্রান্তদের কেউ কেউ সহজে ‘সার্বজনীন কল্যাণ’-কে মেনে নিতে পারে না। এদেশবাসীর অনেকের আচরণ, নিতান্তই ঐ হিংসুটে শিশুটির মতো, যে-নিষ্পাপ শিশুটি ‘নিজের প্রাপ্তিতে যত তৃপ্ত হয়, অন্যের অপ্রাপ্তিতে তার চে’ বেশি আনন্দ পায়’..। এই শিশুরাই যথাসময়ে বড় হয় এবং এদের বড় হয়ে ওঠা পর্যন্ত ধৈর্য ধ’রে সময় পার করতে বাধ্য সকলে। অনির্দিষ্ট ঐ সময় কালটি একদিনও হ’তে পারে, হাজার বছরও হ’তে পারে। জনসাধারণ তার দেশটিকে যতদিন যেমন রূপে সহ্য করবে, দেশটি ততদিন তেমন রূপেই থাকবে।..))..(প্রকাশিত শর্তাবলী # দেশদর্শন ০৯/০৮/২০১১)

########

{{কোনো দেশের প্রকাশিত প্রচলন, ঐ দেশটির জনগণের সমকালীন ইচ্ছার-ই প্রতিফলন। জনসাধারণ যেখানে যেভাবে চায়, সেখানে রাষ্ট্র সেভাবেই পরিচালিত হয়।

দেশ থাকবে, দেশের জনগণও থাকবে। দেশকে বাঁচানোর ইজারা বা চুক্তি, কোনো মানবসন্তানের ঘাড়ে চাপিয়ে পবিত্র দেশ কিম্বা পবিত্র ধর্মগ্রন্থ কখনোই অত্যাচারীদের তালিকাভুক্ত হ’তে পারে না।

দেশকে লোকদেখানো ভালোবাসা দেখাতে হবে না। যে-জন নিজেকে ভালোবাসে না, সে-জন দেশের ভালোতে কোনো কাজে আসে না।}} ... (দেশকে ভালোবাসা দেখাতে হবে না)

########

'আমি দেশোদ্ধার করবো বা এ দেশের কল্যাণে আত্মনিবেদন করবো' -এমন অসম্ভব কোনো আত্মঘাতী প্রতিজ্ঞার চেয়ে, --বরং 'আমি এদেশের উন্নয়নের পথে বাধা হওয়া থেকে নিজেকে দমিয়ে রাখবো'- এমন প্রতিজ্ঞাধারীরাই এখানে নিত্য সম্মানিত, অভিনন্দিত। ...



গণকরণিক২৩৯ রঙ্গপুর : ১৬/১১/২০১৩খ্রি:

##################

গণপিটুনি!-গণরোষ,-সে এক দুঃসহ দৃশ্য!..

সন্ত্রাসীদের কোনো সীমানাবদ্ধ ভূখণ্ড বা রাষ্ট্র নেই

ক্রীতদাসের ভাষায় ‘মানুষ’ শব্দটির ব্যবহার করণিকা 010 # প্রতারকের নিত্যপরিণতি আত্মপ্রতারণা

সতর্কের গণবিজ্ঞপ্তি : জুন, ২০১৩ পূর্বপ্রস্তুতি : ১১(এগারো)

স্বকপোলকল্পিতের গৃহযুদ্ধ

একটা নাটকের পটভূমিকা

জনগণের চাহিদাপত্র, ১৩/১১/২০১৩, বাংলাদেশ



মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.