নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

পুরস্কার বিতরণীর দিনটি অতি নিকটেই

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০২

পুরস্কার বিতরণীর দিনটি অতি নিকটেই

==========================

সাধারণ নিরস্ত্র অসতর্ক পথযাত্রীকে প্রকাশ্যে আগুনে ঝলসিয়ে পুড়িয়ে হত্যা করা হয়েছে। কোন্দলিত দলোগণের কেহই যে নিজহাতে পেট্রোল কিম্বা কোনো ধরণের জ্বালানি-বোমা ছোড়েনি, দিনের আলোতেই দর্শকেরা তা’ দেখেছে।

কোন্দলিত দলগুলোর কোনো দলভুক্ত কেউ যদি এখানে তার হাতে-পকেটে-ঝোলাতে মারণাস্ত্র সহ ধরা পড়তো, তাহলে তার এবং তার দলটির দশা গণরোষের শিকারে পরিণত হ’য়ে অতীতে যারা ধ্বংস হয়েছে, তাদের মতোই হ’তো।

আত্মরক্ষার বৈধ কৌশলটা দলোগণের প্রত্যেকের-ই জানা, যেটাকে যুক্তির মাধ্যমে খাটাতে পেরেই দলোগণ আত্মরক্ষিত থাকে। তবে, সমঝোতা না-করার পূর্বপরিকল্পনায়, ধোঁয়াশাজীবী ধান্দাবাজ কিছু দলোগণের লোকদেখানো জেদাজেদির পাতানো কোনো খেলার বাড়াবাড়ির সুযোগে যদি সন্ত্রাসকর্মীরা তাদের সন্ত্রাস চালানোর সুবিধাটুকু নেয়, ঐ ঘটনার পরিণতির দায় খেলুড়ে দলোগণ কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না।

জনগণ কখনোই কৃপণ নয়, অবিবেচক তো নয়-ই; খেলুড়েরা প্রত্যেকে তাদের জীবদ্দশাতেই তাদের যথাযোগ্য পুরস্কার পাবেই পাবে এবং যথাসময়েই তা’ গ্রহণ করতে তারা বাধ্য এজন্যেই যে, জনগণ তাদেরকে পুরস্কার দেবেই দেবে।

এখানে ন্যুনতম সাধারণ জ্ঞানটুকুও যাদের আছে, তাদের অভিজ্ঞতার আলোকে তারা সকলেই জানে, ঋণগ্রস্ত অবস্থায় দীর্ঘকাল পার করানো সভ্য জনসাধারণের জন্যে শোভনীয় তো নয়-ই, সম্ভবও নয়।





গণকরণিক : আখতার২৩৯ বাংলাদেশ : ০৪/১২/২০১৩খ্রি:

############

জনগণের চাহিদাপত্র, ১৩/১১/২০১৩, বাংলাদেশ

উসুল

পারো তো ভুলে যেয়ো

গণপিটুনি!-গণরোষ,-সে এক দুঃসহ দৃশ্য!..

কালের ক্রীতদাসেরা নিষ্পাপ শিশুতুল্য

সতর্কের গণবিজ্ঞপ্তি : জুন, ২০১৩

পূর্বপ্রস্তুতি : ১১(এগারো)

দেশদর্শন # নভেম্বর, ২০১৩ # বাংলাদেশ

ডাক

শিরোনাম পরে আসবে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:০৭

মোঃ আসিফ-উদ-দৌলাহ বলেছেন: চালিয়ে যান বন্ধু। সাধারণ মানুষ কে আজ জাগানোর দ্বায়িত্ব আমাদের কাধে এসে পড়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.