![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আতঙ্কিত কেউ লুকোচ্ছে দেখলেই এরা তাকে লুকোতে দেবে
=======================
সেই সময়টিও বেশি দূরে নয়,-
যখন আত্মেগোপনের অনিবার্যতায়
সন্ত্রাসকর্মীগুলো নিজেদের চেহারা পাল্টিয়ে নেবে।
তাদের যুবকেরা লম্বা চুলে সাজবে
বাজাতে না-পারলেও শিল্পীদের অনুকরণে
স্প্যানিস গিটার ঝোলাবে কাঁধে
আর তাদের নারীরাও হিজাব খুলে ফেলে
সূর্যস্নানরতাদের সাথে মিশে আত্মগোপন করবে।
শান্তিধর্মীদের ভিন্ন ভিন্ন সম্প্রদায় শনাক্তকারী
গেড়ুয়া, তিলক, লকেট, টিকি, টুপি, দাড়ি,
শাঁখা, রুদ্রাক্ষ, পৈতা, তসবি, ত্রিশূল, পাগড়ি,
--বিভিন্ন ধরণ-ধারণের পোশাক পরিচ্ছদ, যা’কিছুই
ভালোকাজের প্রতিযোগিতায় আত্মনিবেদিত ধর্মের
সকল শান্তিকামী অনুসারী প্রতিযোগীদেরকে
স্বতন্ত্রভাবে চেনার জন্যে বরাদ্দে আছে,
সময়টি বেশি দূরে নয়,-
জাতি-গোত্র-বর্ণভেদের শনাক্তকারী সুসজ্জিত চিহ্নগুলো,
সন্ত্রাসীদের দখল থেকে মুক্তি পাবে,
আর ওগুলো নিত্য পরিবর্তনশীল আবহাওয়ার জলবায়ুতে
ভৌগোলিক কাঠামোর সাথে সঙ্গতি রেখেই
সমাজে প্রচলিত থেকে যাবে।
শান্তি এবং মুক্তির দিশারিদের ধারণযোগ্য
পবিত্র পোশাক পরিচ্ছদগুলো খুলে ফেলে
আত্মরক্ষার স্বার্থে সাধারণের সাথে মিশে গেলেও
আচরণ দেখেই সন্ত্রাসীগুলোকে খুঁজে বের করা যাবে,
-তবে, ঐ অভিশপ্ত প্রতারকদের পিছনে লেগে থাকাটা
সভ্যদের কর্তব্যের মধ্যে পড়ে না।
ধার্মিকেরা তো কখনোই স্বেচ্ছাচারী অভিশপ্ত নয়,
কোনো প্রতারকের ক্রীতদাসদের মতো নির্লজ্জ হওয়াটাও
ধার্মিক সাধারণের জন্যে শোভনীয় নয়।
নিজেদের দায়িত্বে মনোযোগী হ’য়ে ভুলের মাত্রা কমানো
আর আত্মশোধনে ব্যস্ত থাকাটাই যেখানে পালনীয় ধর্মীয় কর্ম,
অভিশপ্ত আত্মঘাতী সন্ত্রাসকর্মীগুলোকে খুঁজে বের করাটা
কখনো ধার্মিকদের কর্ম তালিকায় ঢুকতে পারে না।
অপচয়ে কালক্ষয়ের পরিণতিতে প্রায়শ্চিত্তের ঘানিটানা
কখনোই কোনো শান্তিধর্মী মানুষের লক্ষ্য হ’তে পারে না।
তখন জনসাধারণ যদি কোনোখানে কোনো সন্ত্রাসীকে চিনেও ফেলে,
ভয়ে চেহারা পাল্টিয়ে বাঁচতে চাচ্ছে দেখলেই তাকে লুকোতে দেবে,
অন্য কোনো সন্ত্রাসীকে ডেকে এনে আশ্রিতটিকে ধরিয়ে দেবে না।
আত্মগোপন করলেও আশ্রয়দাতা ধার্মিকগণের ভয়ে নয়, বরং
সন্ত্রাসীদের আক্রমণের আতঙ্কেই সন্ত্রাসীদেরকে আক্রান্ত দেখা যাবে,
ঐ সময়টা খুব বেশি দূরে নয়।
গণকরণিক : আখতার২৩৯ বাংলাদেশ : ২৬/১২/২০১৩খ্রি:
পুরস্কার বিতরণীর দিনটি অতি নিকটেই
সতর্কের গণবিজ্ঞপ্তি : জুন, ২০১৩
স্থিতি স্থাপক
কালের ক্রীতদাসেরা নিষ্পাপ শিশুতুল্য
©somewhere in net ltd.
১|
২৮ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১২:১৫
মোঃ নজরুল ইসলাম বলেছেন: অদম্য তারুণ্যতে প্রকাশিত প্রতিটি কবিতার জন্য প্রত্যেক কবিকে শর্তসাপেক্ষে ১৫টি কবিতার বই সরবরাহ করা হবে। তাই এখনো যারা কবিতা পাঠাতে চান পাঠিয়েদিন লেখার সাথে ঠিকানা ও ফোন নাম্বার দিতে ভুলবেন না। লেখা অবশ্যই sutonnyMJ ফন্টটি ব্যবহার করবেন। সর্বশেষ তথ্য জানার জন্য আমাদের পেইজের সাথে থাকুন। https://www.facebook.com/SristyProkashony