![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দলোগণের জন্যে বিশেষভাবে স্মরণীয়
-------------------------------------
আমাদের মনে হচ্ছে, জনগণ এখানে কী চায় তা’ আপনারা জানেন না, -যদি জানতেন তো নিজেদের চাওয়াগুলোকে জনগণের চাওয়া ব’লে দাবি করতেন না। অবশ্য, আপনারা কেবল নিজদলীয় কিছু লোক ছাড়া অন্যদেরকে যদি গণমালিকের প্রত্যেকের প্রাপ্য মর্যাদাটুকু দিতে ধানাইপানাই করেন তো, আপনার জন্যে বিশেষভাবে স্মরণীয়, বিশাল জনসমষ্টির মধ্যে ক্ষুদ্র নগণ্য যেকোনো একটি দলে দলভুক্ত আপনারা, দলোগণরূপে চিহ্নিত মার্কামারা।
অকৃপণ জনসাধারণ এখানে, যেমন প্রচণ্ড ক্ষমাশীল তেমনি গণপিটুনিদাতাও।
জনগণ অর্থ জনসাধারণ, প্রত্যেকে নিজের মতো, যেখানে প্রকাশ্য কিছু অবাধ্য নগণ্য স্বেচ্ছাচারীর সমন্বয়ে জনগণের খণ্ডাংশ যেকোনো মার্কামারা দলোগণ এই আপনারা।
গণকরণিক : আখতার২৩৯ রঙ্গপুর : ২২/০৪/২০১৪খ্রি:
জনগণের চাহিদাপত্র, ১৩/১১/২০১৩, বাংলাদেশ
আমরা দলোজীবী দলোগণ, দল করা আমাদের কর্ম
ইহারাই `দলোগণ’ পদবীতে ভূষিত
গণতন্ত্রে দলোগণের মনোনয়নে দলীয় বিধান
ক্রীতদাসের ভাষায় ‘মানুষ’ শব্দটির ব্যবহার
দলীয় কোন্দলগুলো পাতানো খেলা
সমন্বিত চাওয়া জানতে জনমত যাচাই
©somewhere in net ltd.