![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণতন্ত্রকে কখনো দলের ভিতরে ....
-------------------------
‘উন্মাদ কেউ ঘাস-লতা-পাতা-সার-পানি-খড়-ভুসি খাইয়ে বলদকে আচ্ছামতো দুইয়ে দুগ্ধপ্রাপ্তির চেষ্টা চালাচ্ছে’ বিষয়টি যেমন হাস্যকর,- দলোগণের কাছ থেকে গণতন্ত্র প্রত্যাশা করাটা আরও অধিকতর জটিল আহাম্মকি। এমনকী, দলোগণের কাউকে পছন্দনীয় ভেবে পবিত্রতম জলে তাকে ধুয়ে নিয়ে মুছে নিয়ে প্রতিনিধিরূপে গণপরিষদে বসালেও।
গণতন্ত্র দলোতন্ত্রেরও আশ্রয়দাতা। তবে, গণতন্ত্রকে কখনো দলের ভিতরে ঢুকতে দিলে কোনো দল-ই যে টিকে থাকতে পারে না, কিম্বা দলের বন্ধন ছিন্নভিন্ন হ’লে পরে দলের অস্তিত্বই হুমকির শিকারে পরিণত হয়, এটুকুও যারা বুঝতে পারে না, তারা এখনো ঘুরপাক খাচ্ছে তাদের মাতৃজঠরে, তরল অন্ধকারে।
রঙ্গপুর : ০৭/০৫/২০১৪খ্রি:
©somewhere in net ltd.