নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

দৃষ্টি আকর্ষণ -০৯/০৫/২০১৪

১৮ ই মে, ২০১৪ রাত ৩:২২

দলোগণ ফেইসবুকটাকেও তাদের দলীয় গোয়ালঘর রূপে দেখতে চেয়েছিল। কিন্তু সুবিধা নিতে পারলো না দেখে তারা আশাহত হয়েছে। বাড়াবাড়ি করতে গিয়ে কারো কারো ল্যাজে গোবরে একাকার দশা। অবস্থা বেগতিক দেখে দলোগণের অনেকেই ল্যাজ গুটিয়ে পালাতে বাধ্য হচ্ছে। এভাবে চলতে থাকলে আর কিছুদিনের মধ্যেই লণ্ঠন জ্বালিয়েও ফেইসবুকে কোনো দলোগণের কাউকেই আর খুঁজে পাওয়া যাবে না হয়তোবা। এতে অনেকেই স্বস্তির নিশ্বাস ফেল্‌ছে, অনেকেই খুশি হয়েছে দেখা যাচ্ছে। কিন্তু, কাদা ছোড়াছুড়ি খিস্তি-খেউড় লম্ফঝম্প দাপাদাপিতে ওরা ফেইসবুকটাকে যেভাবে মাতিয়ে রেখেছিল, ঐ দেশোদ্ধারকারীগুলো না-থাকলে জমজমাট ফেইসবুকটা কতখানি পানসে হয়ে যাবে! গুরুস্থানীয়রা কেউ কি একবারও ভেবে দেখেছেন? ওদেরকে কৌশলে ফুসলিয়ে কিছুটা তেলে তোয়াজে ভিজিয়ে ফেইসবুকে ধ’রে রাখার জন্যে সকলে মনোযোগী হবেন এবং প্রত্যেকে তার মূল্যবান সময় থেকে কিছুটা ব্যয় করবেন, এটা কোনো লোকদেখানো দাবি নয়, বরং জাগ্রতজনদের কাছে এ আমার নিতান্তই আন্তরিক প্রার্থনা।



প্রার্থী : আখতার২৩৯

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.