![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উন্মত্ত প্রত্যাশার চিত্র
---------------------
‘আমরা অন্যায়, দুর্নীতি, অশ্লীলতা, প্রতারণা, জবরদখল, নিরাপত্তাহীনতা ইত্যাদি মানবতাবিরোধী পরিস্থিতি থেকে মুক্তি চাই,’- এ ধরণের চাওয়া প্রায় সকলেরই। এমনকী, অনিচ্ছায় কিন্তু পরিবেশের চাপে যারা অবৈধ উপার্জনে নিজেদেরকে জড়িয়েছে, তারাও দুর্নীতির পক্ষে নয়।
তবে, সকলেই নিশ্চিতভাবে জানে,- সম্পদের হিসেব দেখানোর বাধ্যবাধকতা প্রতিষ্ঠিত না-হওয়া পর্যন্ত কোনো রাষ্ট্রেই কোনো অপরাধকে নিয়ন্ত্রণে আনা সম্ভব নয়। অপরাধের ভিত্তিমূলের সন্ধান পাওয়ার পরেও যারা সেটাকে অক্ষত সতেজ রাখতে চায়, তাদের মুখে দুর্নীতিমুক্ত পরিবেশের প্রত্যাশা, নিঃসন্দেহে লোকদেখানো হাস্যকর তামাশা। খণ্ড খন্ড অবৈধ ঘটনাগুলোকে অপরাধ রূপে চিহ্নিত করাতে কিম্বা বিচ্ছিন্নভাবে অপরাধীগুলোকে শাস্তি দেওয়াতে কেবল অপরাধের ধরণগুলোই পাল্টায় না, ওগুলো বেড়েই চলে পরিমাণে এবং মাত্রায়।
রাষ্ট্রকে ব্যক্তির সম্পদের হিসেব দেখানোর বাধ্যবাধকতার গুরুত্ব যেখানে যত দুর্বল হয়, অবৈধভাবে উপার্জিত সম্পদের প্রদর্শনে ব্যক্তি সেখানে ততই দুঃসাহসী হ’য়ে ওঠে।
গণকরণিক : আখতার২৩৯ রঙ্গপুর : ২৫/০৫/২০১৪খ্রি:
জনগণের চাহিদাপত্র, ১৩/১১/২০১৩, বাংলাদেশ
সমন্বিত চাওয়া জানতে জনমত যাচাই
ভিখারি চরিত
ছিঃছিঃক্যামেরা
... পেটে ‘হজম না-হওয়া ঘি’-এর পার্শ্বপ্রতিক্রিয়া উন্মত্ত প্রত্যাশার চিত্র
সক্রিয় জনগণের অবর্তমানে
©somewhere in net ltd.