নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

যেখানে বা যখন মুখের চাওয়াতেই প্রতারণা

০৫ ই জুন, ২০১৪ রাত ৩:১৭

যেখানে বা যখন মুখের চাওয়াতেই প্রতারণা

-------------------------------------------

সমাধানের সহজতম পথটা কেউ দেখিয়ে দিলেই

কৌশলে আমরা তাকে এড়িয়ে যাই,-

আর, মন্ত্রচালিতের মতো আমাদের মুখ-যন্ত্রটির উচ্চারণ একটাই,-

মুখের অভ্যেসেই মুখ আওড়াতে থাকে,- ‘সমস্যার সমাধান চাই’।

থামাতে গেলেই বেড়ে যায় বুলি- ‘সমাধান চাই, সমাধান চাই’।

সমাধানের সহজতম পথটা কেউ দেখিয়ে দিলেই

কৌশলে আমরা তাকে এড়িয়ে যাই।

সমাধানের স্তুপেও হাতড়ে বিছরে নাকেমুখে ঘুলটিয়ে

উল্টিয়ে পাল্টিয়ে এলোপাথারি ছড়িয়ে ছিটিয়ে

সমাধানকে ঠেলে দূরে-দূরপ্রান্তে ফেলে-

কেবল সমস্যা খুঁজতেই তোলপাড়ে ব্যস্ত আমরা

মুখে যদিও বলি সমাধান চাই, সে তো কেবলি মুখের আওড়ানো বুলি-

সমাধান নয়, বরং খুঁজে খুঁজে তাজা তাজা সমস্যাগুলোই পেতে চাই

আর, যেকোনোখানে যখনি কোনো টাটকা সমস্যা খুঁজে পাই যারা

সযত্নে তা’ তুলে আনাতে পারলেই আমরা সাফল্যের আনন্দে আত্মহারা

চোখে কানে পট্টি বেঁধে সমস্যাটি দেখিয়ে দেখিয়ে মুখস্ত বুলি আওড়াই,-

‘সমাধান চাই, সমাধান চাই, সমস্যার সমাধান চাই’-

সমাধানের সহজতম পথটা কেউ দেখিয়ে দিলেই

কৌশলে আমরা তাকে এড়িয়ে যাই।

সমাধান চেয়ে কখনোই বলি না- ‘আমাদের সংশোধন চাই।’

কখনোই এখানে বলি না আমরা, ‘সমস্যা তো আমরা নিজেরাই।’



করণিক : আখতার২৩৯ রঙ্গপুর : ০৩/০৬/২০১৪খ্রি:

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০৫ ই জুন, ২০১৪ দুপুর ১২:০৩

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: সমাধান চেয়ে কখনোই বলি না- ‘আমাদের সংশোধন চাই।’
কখনোই এখানে বলি না আমরা, ‘সমস্যা তো আমরা নিজেরাই।’-----------দারুন

২| ০৫ ই জুন, ২০১৪ রাত ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: ভাল লিখেছেন। সমস্যা চিহ্ণিতকরন সমাধানের প্রথম পদক্ষেপ। সবার সমাধানের ক্ষমতা থাকে না ।

৩| ০৫ ই জুন, ২০১৪ রাত ১১:৪৮

ৎঁৎঁৎঁ বলেছেন: সমস্যার ভিড়ে সমাধানগুলো সব গায়েব!

ভালো লাগলো!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.