![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গণরোষের শিকারের সম্ভাব্য লক্ষ্যবস্তুকে বাঁচাতে .. ..
----------------------------------------------
দলোগণেরা এখানে জনগণের কী ভালোটা করতে পারে, তা’ তো ক’রে দেখিয়েছে। দর্শকেরাও দেখেছে এবং যা’ বোঝার তা’ ভালোভাবেই বুঝতে পেরেছে। চিৎকার চেঁচামেচি প্যানপ্যানানিতে গলা ফাটিয়ে জনগণের বিরক্তি জাগিয়ে নিজেদের কর্মকাণ্ডের বর্ণনা না-ছড়ানোতেই এখানে সকলের জন্যে ভালো।
জনগণ এখানে পাহাড়ের মতো ধৈর্যধারী, প্রচণ্ড সহ্যশীল। এই জনসাধারণকে বিরক্ত করার পরিণতি দলোগণের জন্যে কোনো সুফল-ই যে বয়ে আনবে না, কিম্বা দলীয় উপদেষ্টারাই যে গণরোষের শিকারের মূল লক্ষ্যবস্তুতে পরিণত হবে, - আত্মরক্ষার স্বার্থেই তা’ যাদের বোঝা উচিত তারাই যদি বুঝতে দেরি করে তো, তাদের বোধোদয়ের জন্যে প্রকাশ্যে প্রার্থনা ছাড়া সজ্জনদের আর কিছুই করার থাকে না।
গণকরণিক : আখতার২৩৯ ##### ০৮/০৬/২০১৪খ্রি:
©somewhere in net ltd.
১|
০৮ ই জুন, ২০১৪ দুপুর ১২:২৫
নীল আকাশ ২০১৩ বলেছেন: ৭৪ সালে সরকার জন সাধারণকে হেন কায়দা নেই যাতে বিরক্ত করেনি। কিন্তু ভোঁদাই জনগণ কোন প্রতিক্রিয়া দেখিয়েছে? তারা ঐ সরকারের একটা আলও ছিড়তে পারেনি। সেনাবাহিনীর একটা 'উচ্চাভিলাষী' অংশ চোরের মত ৩২ নম্বরে ঢুকে জনগণের প্রতিহিংসার বহিপ্রকাশ ঘটিয়েছিল।
জেনে রাখেন, এবার ঐরকম কিছু হবার দূরতম কোন সম্ভাবনা নেই।