![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধন এবং ধাবমানতা দর্শন
-------------------------------
অযোগ্যরা কখনো অর্থের পেছনে ছুটতে শুরু করলে নিজেদেরকে আর থামাতে পারে না; ছুটে চলার মধ্যে কখনোই তারা বিশ্রাম পায় না।
কর্মক্ষেত্রে অযোগ্যরা যদি ধনাঢ্য হ’তে চায়, লুটতরাজ-চুরি-বাটপারির মতো ব্যয়বহুল মাধ্যমগুলোকেই তারা বেছে নিতে বাধ্য। তাদের অর্জিত সম্পদগুলো কেউ জোর খাটিয়ে কেড়ে নিলে পরে, সহ্য ক’রে যাওয়া ছাড়া আর কিছুই তারা করতে পারে না। কারো বিরুদ্ধে অবৈধ মালিকদের কোনো নালিশ কোনো আদালতেই গ্রহণযোগ্য নয় জন্যেই তারা অপ্রদর্শনীয় ঐ সম্পদ আইনের মাধ্যমে ফিরে পাবার আশাও করতে পারে না।
পরের ধনের পাহারাদারি আর লুকোচুরিতেই অযোগ্যদের জীবদ্দশা পার হয়।
অযোগ্যরা যে কখনোই সম্পদের বৈধ মালিকানার দাবিদার হ’তে পারবে না, তা’ তারা জানে এবং বোঝে। তবুও তারা প্রাণপণে ছোটে সম্পদের পেছনে, কেবল অজ্ঞদের কাছে যোগ্যদের মতো মর্যাদা লাভের প্রত্যাশায়।
যোগ্যদের তেমন একটা ছোটাছুটি নেই, বরং সম্পদকেই ছুটতে দেখা যায় যোগ্যদের পেছনে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই যোগ্যরা সম্পদের নাগালের বাইরেই থেকে যায়।
দর্শক : আখতার২৩৯ রঙ্গপুর : ১০/০৬/২০১৪খ্রি:
©somewhere in net ltd.