নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

শান্তিধর্মীদের শ্রেষ্ঠতম পূণ্যের কাজ

২২ শে জুন, ২০১৪ সকাল ৭:৫২

শান্তিধর্মীদের শ্রেষ্ঠতম পূণ্যের কাজ

---------------------------------------

আমার যতটুকু পূণ্য আছে, একান্তে নিজের সাথে বোঝাপড়া ক’রে মেপে দেখেছি, বর্তমানে আমার শান্তি এবং আগামীতে আমার মুক্তির জন্যে পরিমাণে তা’ যথেষ্ট। এর চে’ বেশি হ’লে পরে ঘর-সংসার ফেলে সাধকদের মতো বনে-জঙ্গলে কিম্বা পাহাড়ে নির্জন কোনো গুহায় গিয়ে আমি ধ্যানে বসি বা না-বসি, জনপদে আমার বিচরণ কেউ যে তখন সহজভাবে মেনে নিতো না, তা’ আমাকে জানিয়েছে আমার অন্তর্যামী।



ঐ যথেষ্টের চে’ অধিক পূণ্যি বা নেকি বা ছোয়াব অর্জন যদি ঘরমুখো এই আমার জন্যে গৃহত্যাগের মতো ঝুঁকিপূর্ণ না-হ’তো, তবে কিছু নিধন কর্মের মাধ্যমে তা’ অর্জনের জন্যে আমি আজ নেমে পড়তাম হত্যাকর্মে। আমার নাগালের লক্ষ্যের তালিকার শুরুটাই ছিল অতিধার্মিক আর উগ্রপন্থিগুলোর গুরুজনদেরকে নির্মমভাবে হত্যা করা।



সকলে মিলেমিশে সমাজে শান্তিতে আছে দেখলেই যারা হিংসায় জ্বলে আর হিংসা ছড়িয়ে মানবসমাজকে ফ্যাসাদময় ক’রে তুলতে পারলেই যাদের বাণিজ্যিক লাভ, তাদেরকে হত্যা করা যে শান্তিধর্মীদের শ্রেষ্ঠতম নেকি বা পূণ্যের কাজ, তা’ অতিধার্মিকেরাও জানে।



অর্জিত পূণ্য বা ছোয়াবের পরিমাণ যাদের যথেষ্টের চে’অনেক কম কিম্বা যাদের অর্জিত পাপের জমানো বোঝাগুলো বিশাল মারাত্মক জন্যে যারা সাধারণের সাথে মুক্তমনে সমাজে মিশতে পারেনি এবং নিজেদের বিচ্ছিন্নতার যন্ত্রণার জ্বলন্ত দশা থেকে মুক্তিকামী, শ্রেষ্ঠতম নেকি বা পূণ্য অর্জন তাদের-ই করণীয় কর্ম।





আখতার২৩৯ ##### ১৬/০৬/২০১৪খ্রি:

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুন, ২০১৪ দুপুর ১২:৩২

আহসানের ব্লগ বলেছেন: হাই লেভেলের পোস্ট ।
মাথার ওপর দিয়ে গেল । :(

২৩ শে জুন, ২০১৪ রাত ৩:৫৮

করণিক আখতার বলেছেন: *****
একেবারে লো লেভেল থেকে লেখা জন্যে এমনও হ’তে পারে যে, পায়ের নিচ দিয়ে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.