![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এমনটা হ’তে পারে জানলে কি তোমরা যুদ্ধে যেতে? ..
-------------------------------------------------------
স্বরাজের নামে ওদের সচ্ছলতাকে বাড়িয়ে দেবার লোভ দেখিয়েই তো ওদেরকে যুদ্ধে নামানো সহজ হয়েছিল।
আমরা সুযোগপ্রাপ্তরা যেভাবে সবকিছুই আমাদের দখলে টেনে নিয়েছি এবং ওদেরকে যেভাবে ঠকিয়েছি, আমাদের প্রতারণা তখন যদি ওরা ধরতে পারতো কিম্বা ওরা যদি আগেই বুঝতে পারতো ওদের বর্তমান পরিণতি, আজ যেমনটা দৃশ্যমান, ওদেরকে আজও যেভাবে অসচ্ছলতার দিকেই আমরা ঠেলে দিচ্ছি আর নিজেরা ধন-সম্পদের প্রাচুর্যের চরমে পৌঁছে যাচ্ছি,- আমাদের চরিত্র যদি ওরা জানতো, তবে কি সেদিন ওরা আমাদের মতো স্বদেশি প্রতারকদের পক্ষ নিয়ে ভিনদেশি বেনিয়া হানাদারদের মতো প্রশিক্ষিত আগ্নেয়াস্ত্র সজ্জিত শত্রুদের বিরুদ্ধে, তীর-ধনুক দা কুড়াল বল্লম বন্দুক পট্কার মতো কিছু দুর্বল হাতিয়ারকে সম্বল ক’রে জীবনের ঝুঁকি নিয়ে যুদ্ধে যেতো?
শোষণ প্রক্রিয়া তো কখনোই এখানে বন্ধ থাকেনি।
‘যোদ্ধারা বিদেশি শোষকদের কাছ থেকে সুযোগ ছিনিয়ে নিয়ে স্বদেশি প্রতারকদের জন্যে লুটপাটের রাস্তা খুলে দিয়ে নিজেদের প্রজন্মকে কর্মসংস্থানহীন বাস্তুহারা বেকার বানানোর ব্যবস্থাই পাকা করতে যাচ্ছে,’- এমন কোনো ভবিষ্যৎ দর্শন যদি তখন মেলে ধ’রে কেউ দেখাতো, তবুও কি জনতা একজোট হ’য়ে সমন্বিতভাবে যুদ্ধ চালিয়ে বাইরের শত্রুগুলোকে তাড়াতো?- এমনতর অনেক আত্মজিজ্ঞাসাই সুযোগপ্রাপ্ত প্রতারকদের আলোচনার বৈঠকেও জেগে উঠতে পারে এবং তা’ অস্বাভাবিক বা অবাস্তব নয়।
ঘানির বলদের মতো পরিশ্রান্ত প্রায়শ্চিত্তে লিপ্ত ঐ সকল যোদ্ধাদের সকলে তো ম’রে যায়নি, অনেকেই এখনো তাদের প্রজন্মের সাথে অসচ্ছল কষ্টময় সংসারে জীবনযুদ্ধের কাল কাটাচ্ছে। আত্মজিজ্ঞাসার ঐ প্রশ্নগুলো তাদের সামনে তুলে ধরা হ’লে, জবাবে কেউ-ই ‘হ্যাঁ’ বা ‘না’ কোনোটাই সহজে বলতে চায় না, বরং, যুদ্ধকালীন কাহিনীর বিবরণ দেওয়ার চেষ্টাতে বিক্ষিপ্ত স্মৃতিগুলো রোমন্থনে ঐ যোদ্ধারা আবেগে উৎফুল্ল হ’য়ে ওঠে। ‘এমনটা হবে,- আগে জানলে কি তোমরা যুদ্ধে যেতে? ..’- প্রশ্নটার জবাবে তাদেরকে কেবল প্রসঙ্গ পাল্টাতে এবং নির্বোধের দুর্বোধ্য হাসি হাসতেই ব্যস্ত দেখা যায়।
গণকরণিক: আখতার২৩৯ #####০১/০৭/২০১৪খ্রি:
এমনটা হ’তে পারে জানলে কি তোমরা যুদ্ধে যেতে? ..
২| ০৩ রা জুলাই, ২০১৪ সকাল ১১:১৩
হামিদ আহসান বলেছেন: যুদ্ধের পরও যখন কিছুই পাল্টায় নি তখন যুদ্ধে কী লাভ হল। আগে জানলে আরেকবার ভাবতাম নিশ্চয়ই।
ধন্যবাদ আপনাকে...............
©somewhere in net ltd.
১|
০৩ রা জুলাই, ২০১৪ সকাল ৮:৫২
দূর আকাশের নীল তারা বলেছেন: আগে বাইরের শত্রুর সাথে যুদ্ধ করতে হয়, তারপর ঘরের শত্রু।
হ্যা যুদ্ধে যেতাম।