নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

বীভৎস দৃশ্যগুলো প্রচারমাধ্যমে ছোটদেরকে না-দেখানোই ভালো

১৮ ই জুলাই, ২০১৪ রাত ৮:১৮

বীভৎস দৃশ্যগুলো প্রচারমাধ্যমে ছোটদেরকে না-দেখানোই ভালো

*****

নিশ্চয়ই শয়তান শিকলবন্দি সংযমের মাস এই রমজানে। সংযমের মাসে কোনো শয়তানির দায়ভার শয়তানের ওপর চাপিয়ে দিয়ে বিবেচক কোনো মানবসন্তান তথা সচেতন কোনো জ্ঞানী ব্যক্তি কোনোভাবেই দায়মুক্তি পেতে পারে না। প্রত্যেকের জন্যে ভীষণ মারাত্মক পরিণতি অপেক্ষমাণ। নিদর্শন দেখার দিনটি সম্ভবত খুব বেশি দূরে নয়, বরং অতি নিকটেই।

কোলের নিরস্ত্র শিশুদেরকেও হত্যা করা হয়েছে। তাদের অনেকেই আঘাতের জখম নিয়ে হাসপাতালে শুয়ে বসে কাতরাচ্ছে আর চিকিৎসা কর্মীদের দিকেও অবিশ্বাসের দৃষ্টিতে তাকাচ্ছে। জুন-জুলাই,২০১৪-তে প্রকাশিত দৃশ্যগুলো সারা বিশ্বে ছড়ানো তাদের সহমর্মী সরল সাধারণ নিষ্পাপ শিশুমানব বন্ধুরা মা-বাবার কোল ঘেঁষে আড়ষ্ট হ’য়ে ভয়ে হতভম্ব বিস্ফারিত চোখে দেখেছে। ‘ওদেরকে কে মারলো? ক্যানো মারলো? কী করেছিল ওরা? ওরা কি বড়দেরকে জ্বালাচ্ছিল? বই ছিড়ে ফেলেছিল? এমনি এমনিতেই বড়রা ওদেরকে ছোট পেয়ে এভাবে মারলে? ভালো বড়রা ছিল না? ভালোরা পচা বড়গুলোকে মারতে দিল ক্যানো? চুপ ক’রে আছো ক্যানো? বলোনা ক্যানো, ক্যানো এমন হ’লো?’ -জটিল তাদের ব্যক্ত অব্যক্ত ‘ক্যানো ক্যানো’ সহজাত প্যানপ্যানানো প্রশ্নগুলোর কোনো ধরণের জবাব দিয়ে ওদেরকে আর সন্তুষ্ট রাখা যাচ্ছে না।

নিকটাত্মীয় কিম্বা দূরাত্মীয়, ইয়াহুদি কিম্বা অ-ইয়াহুদি, সে যে-ই হোক না ক্যানো, নিরস্ত্রকে আঘাত করার পরিণতি আঘাতকারীকে তার জীবদ্দশাতেই ভোগ ক’রে যেতেই হবে। তার চেয়েও মর্মান্তিক! মানবসমাজের ধারাবাহিকতায় শূন্যতা! -বড়দের প্রতি ছোটদের বিশ্বাস হারানোর মতো অসহনীয় পরিণতি সভ্য ভদ্রদের প্রত্যেককেই হয়তোবা মেনে নিতেই হবে। আগামীতে ওরা গুরুত্বপূর্ণ বিষয়গুলোতেও গুরুজনদেরকে এড়িয়ে যেতে পারে, -অসম্ভব নয়।

কোনো ঘৃণ্য হত্যাকাণ্ড ফলাও ক’রে প্রচার না-করাটাই এখানে পরামর্শিত।

কোনো গ্রন্থধারীর উদ্বাহু আস্ফালনে কিছুই এসে যায় না, তাদের আস্ফালনেই সার, কাজের কাজ তাতে কিছুই হবে না, -তবে মানুষের ফুৎকার! -যদি ফুৎকারও দেয় তো! মানুষের হুঙ্কারেরও দরকার নেই, সচেতন মানুষের ফুৎকারেই যথেষ্ট, --নিরস্ত্র মানবসন্তানকে আঘাতকারীরা শুকনো তুলোর মতো বিক্ষিপ্তভাবে উড়ে যাবেই যাবে, তা’ হোক তারা ইয়াহুদি কিম্বা অ-ইয়াহুদি। চল্লিশ বছর তারা আর কোমর সোজা ক’রে উঠে দাঁড়াতেও পারবে না।

--ধ্বংস নয়, --চাই সংশোধন॥

--অকালমৃত্যু নয়, --চাই আত্মনিয়ন্ত্রণ॥




গণকরণিক : আখতার২৩৯ ##### ১৬/০৭/২০১৪খ্রি:

ইজ্রাইলের নৃশংসতা ঠেকাতে.. জুলাই, ২০১৪

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে জুলাই, ২০১৪ ভোর ৬:১৯

সচেতনহ্যাপী বলেছেন: আমাদের দেশেই একমাত্র দেখতে পাবেন রক্তপানি করা সব লাশের দৃশ্য।। মিডিয়াগুলি যেন মানবিকতার কোন নিয়ম-নীতিরই তোয়াক্কা না করে নিজেদের প্রচার এবং প্রসারের প্রতিযোগীতায় নেমেছে।
সেদিন পেপারে দেখলাম এক অপহৃত এবং ধর্ষীতা গৃহবধুর নাম ঠিকানাসহ বিস্তারিত। কেন নামটা কি একটু গোপন রাখা যেত না??
এই যেখানে বাস্তবতা, সেখানে আপনার কথা কে শুনবে?? ধন্যবাদ।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.