নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

প্রস্তাবের ঢঙে

১৮ ই আগস্ট, ২০১৪ দুপুর ১:৪৫

প্রস্তাবের ঢঙে

*****

এখানে কেউ তোমাকে প্রতিপক্ষ ভেবে আঘাত করবে না হে গুণী

তোমার জানার মধ্যে ভালোতর কিছু থাকলে

প্রস্তাবের ঢঙেই তা’ জানিয়ে যেতে পারো

নেবার মতো হ’লে ওরা সেটা নিতেও পারে

নিশ্চয়ই ওদের ভালোটা ওরা তোমার চে’কম বোঝে না



ওদের ভালোটাকে ভালো ব’লে তুমি মেনে নিলে পরে

ওরাও তোমার মতো সফলতার গর্বে গর্বিত হ’তে পারতো

একা পেয়েও ওদের ভালোটা তোমার ওপরে চাপাতে পারলেও

যথেষ্ট ভদ্র ওরা তোমার ওপরে তো ওরা ওদের জোর খাটাচ্ছে না

ওদের ভালোগুলোকে চূড়ান্ত ভালো হিসেবে মেনে নেওয়ানোর জন্যে

ওরা পীড়াপীড়ি করে না কিম্বা তোমার সম্মানে ওরা আঘাত হানে না



ওদের ভালোটাকে যদি তোমার ভালো না-লাগে তো ওহে পণ্ডিত

তোমার ভালোটাকেই সযত্নে রেখে দিয়ো তোমার থলেতে

ভালোয় ভালোয় ওদের ভালোকে যদি টেনে নিতে না-ই পারো

তোমাকে তো কেউ ডেকে আনেনি

অন্যদেরকে বিরক্ত না-ক’রে বরং ভদ্রভাবে নিজেকেই

সরিয়ে নেওয়াটাই সকলের জন্যে তো ভালো হে



ওদের ভালোগুলোর মধ্যে থেকে কিছু ভালো তুমিও তো নিতে পারো

তাতে বাড়বে ওদের আত্মসম্মান আর তোমার বাড়বে ভালোর ভাণ্ডার

এমনকী চোরের ‘চোর নই আমি কখনোই তো কিছু চুরি করিনি’ বুলিতে

ভয়ে ভীত আত্মসমর্পিত মুখে-হাতে চিহ্নিত চুরির প্রমাণ লেগে থাকলেও

যে যত বেশি নেয় তাকেই ওরা ভাবতে পারে তত বেশি নিজেদের সন্তান

কিছু না-দিয়ে শুধু নিয়ে নিয়ে যাওয়াতেও যদি তোমার ভালো লাগে

নিতে কম কোরো না এখানে দেখে যাও আর দেখতে থাকো আশেপাশে

দাতা সেজে যারা আসে তাদেরকে দেখলেই ওদের সন্দেহ জাগে



এখানে তোমাকে প্রতিপক্ষ ভেবে কেউ আঘাত করবে না হে জ্ঞানী

কখনোই যেন ভুলে যেয়ো না,- নিজের ডাকে নিজেই এসেছো তুমি

তোমার ব্যস্ততার বাড়াবাড়ি দেখে যেন কেউ তাচ্ছিল্যে না-হাসে

মনে রেখো হে, প্রত্যেকে নিজের সত্যটাকে নিয়ে যেভাবে আসে

তেমনি ভাবে সকলের মতো সত্যাচারী এখানে নিজেই এসেছো তুমি

নিত্য স্মরণে রেখো,- এটা ওদের সাজানো ওদের-ই চারণভূমি ..



গণকরণিক : আখতার২৩৯ ##### ১৭/০৮/২০১৪খ্রি:



প্রস্তাবের ঢঙে

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ৮:১৪

বাংলার পাই বলেছেন: ভালো লাগলো।

২| ১৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৪৪

হানিফ রাশেদীন বলেছেন: ভালো লাগা রইলো।

৩| ১৯ শে আগস্ট, ২০১৪ সকাল ৮:৪৭

আরজু মুন জারিন বলেছেন: এখানে কেউ তোমাকে প্রতিপক্ষ ভেবে আঘাত করবে না হে গুণী
তোমার জানার মধ্যে ভালোতর কিছু থাকলে
প্রস্তাবের ঢঙেই তা’ জানিয়ে যেতে পারো
নেবার মতো হ’লে ওরা সেটা নিতেও পারে
নিশ্চয়ই ওদের ভালোটা ওরা তোমার চে’কম বোঝে না X(( X(( X((

কবিতায় ভাললাগা শুভেচ্ছা রেখে গেলাম। ভাল থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.