নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

দেওয়া-নেওয়াতে সাধারণ উপদেশ

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:৫৮

দেওয়া-নেওয়াতে সাধারণ উপদেশ

------------------------------------------

ব্যক্তিস্বাতন্ত্র্যের বিশেষত্ব নিয়েই তো তুমি এসেছো হে বিশিষ্টজন। তোমার ঐ অসাধারণত্ব থেকে ওদেরকে কিছু যদি দিতে চাও তো,- ধৈর্য ধ’রে ধ’রে ভদ্রভাবে চেষ্টা চালিয়ে যেতে পারো। নিষ্ঠাবানের চেষ্টা অবশেষে সফলতাই পেয়েছে এখানে।



অস্থিরতাকে ওরা পছন্দ করে না। অতিব্যস্তজনকে ওরা সহ্য করে না।



ওরা ব্যতিব্যস্ত নয় এবং ওদের অফুরন্ত আছে। ওদের থেকে কিছুটা তুমি টেনে নিলেও ওদের কমবে না। যতো খুশি আপনমনে নিতে পারো তুমি সংগোপনে, তবে নিতে চেয়ে যদি তাড়াহুড়োতে ধরা পড়ো তো, প্রকাশ্যে তুমি কেবল তোমার বিশেষত্বই হারাবে না, সমতালে অপদস্থও হবে এবং সাধারণের নিক্তির পরিমাপে তা-ও পাবে তুমি যা’ রাখা আছে অসতর্ক ছিঁচকে চোরের বরাদ্দে।



কেউ আত্মসম্মানকে খুব বেশি প্রাধান্য দিলে, এ-জগতে কোনো কিছু দেওয়া-নেওয়াতে না-জড়ানোটাই তার জন্যে ভালো।





গণকরণিক : আখতার২৩৯ ##### ০১/০৯/২০১৪খ্রি:

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.