![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফ্যাসাদে জড়িতরা কোনো ধর্মই মানে না
*****
বিশ্বাসীরা জানে শান্তিধর্মী (=ভদ্র =অ-ফ্যাসাদি =শান্ত =মুসলিম =সমর্পিত)-দের রক্ষাকারী স্বয়ং সার্বনিয়ন্তা, এবং তিনি যাদের রক্ষাকারী, তাদের জন্যে ভিন্ন কোনো রক্ষাকারীর প্রয়োজনীয়তাই নেই।
বিশ্বাসীরা এ-ও জানে যে, ফ্যাসাদে জড়িতরা কোনো ধর্মই মানে না, এবং তারা কেবলই ক্ষমতালোভী; যোগ্যতা অর্জন না-ক’রেও তারা যোগ্যকে হটানোর ব্যর্থ চেষ্টায় লিপ্ত; আত্মরক্ষার দিকে না-গিয়ে আত্মহত্যার দিকে ধাবিত হওয়ার শয়তানি জ্ঞানটাকেই তারা লালন করে এবং লালসা নিয়েই মরে।
নিজেদের ধর্মে বিশ্বাসীরা তাদের ধর্মগ্রন্থগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে আমার আপনার তার এবং সকলের আচরণ দেখে দেখেই বুঝতে পারে, কারা সমর্পিত শান্তিধর্মী (মুছলিমুন) আর কোন্ জনেরাই বা বিশৃঙ্খলাকামী (মুফ্ছিদুন)। মুখের উচ্চারণে কিম্বা কোনো সম্প্রদায়ের ধার্মিকের পোশাকের আবরণে আমরা নিজেদেরকে ঢাকার চেষ্টা চালিয়ে অজ্ঞদেরকে সাময়িকভাবে ধোঁকা দিতে পারলেও, আমাদের স্বভাবকে সচেতন মানুষের সামনে সারাক্ষণ গোপনে রাখতে আমরা অক্ষম এবং স্বরূপে প্রকাশিত হচ্ছি আমরা যখন-তখন নিজেরি অজান্তে।
গণকরণিক : আখতার২৩৯ ##### ৩১/০৭/২০১৪খ্রি:
আমাকে সে আজও সেজদা করেনি
স্বেচ্ছাচারীকে ধার্মিক সাজিয়ে দেখানো হ’লে …
ভূ-গোলকে আঞ্চলিক ভাষাগুলো এবং ধর্মাচার
আমরা যখন ধার্মিকের বেশধারী সন্ত্রাসী
উদ্ধত থেকে অবনত
©somewhere in net ltd.
১|
০২ রা সেপ্টেম্বর, ২০১৪ বিকাল ৫:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: নিজেদের ধর্মে বিশ্বাসীরা তাদের ধর্মগ্রন্থগুলোর সাথে মিলিয়ে মিলিয়ে আমার আপনার তার এবং সকলের আচরণ দেখে দেখেই বুঝতে পারে, কারা সমর্পিত শান্তিধর্মী (মুছলিমুন) আর কোন্ জনেরাই বা বিশৃঙ্খলাকামী (মুফ্ছিদুন)। মুখের উচ্চারণে কিম্বা কোনো সম্প্রদায়ের ধার্মিকের পোশাকের আবরণে আমরা নিজেদেরকে ঢাকার চেষ্টা চালিয়ে অজ্ঞদেরকে সাময়িকভাবে ধোঁকা দিতে পারলেও, আমাদের স্বভাবকে সচেতন মানুষের সামনে সারাক্ষণ গোপনে রাখতে আমরা অক্ষম এবং স্বরূপে প্রকাশিত হচ্ছি আমরা যখন-তখন নিজেরি অজান্তে।
++++++++++++++