![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
*****
সূরা নিসা # ৪/১২৩-১২৬ : তোমাদের খেয়ালখুশি এবং গ্রন্থধারীদের খেয়ালখুশি অনুসারে কিছু হবে না; যে-কেউ মন্দ কাজ করবে সে তার প্রতিফল পাবে আর আল্লাহ্ ছাড়া সে তার জন্য কোনো আভিভাবক এবং সাহায্যকারী পাবে না। আর পুরুষ হোক বা নারী হোক, যারাই বিশ্বাসী হয়ে ভালো কাজ করবে তারাই বাগানে থাকবে এবং তাদের প্রতি বিন্দুপরিমাণেও অত্যাচার করা হবে না।
আর তার চেয়ে ধর্মে কে ভালো, যে-জন সৎকর্মপরায়ণ হয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের সমাজ অনুসরণ করে? আর আল্লাহ্ তো ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করেছেন। আর আকাশ এবং পৃথিবীতে যা-কিছু আছে সব আল্লাহর-ই এবং স্বয়ম্ভূ সবকিছুকে ঘিরে অবস্থিত। ...>>>
সূরা মায়িদাহ্ # ৫/ ৪,৫ : লোকে তোমাকে প্রশ্ন করে, কী তাদের জন্য বৈধ করা হয়েছে? বলো, ‘সমস্ত ভালো জিনিস তোমাদের জন্য হালাল করা হয়েছে, আর শিকারি পশুপাখির যেগুলোকে তোমরা শিক্ষা দিয়েছো, যেভাবে আল্লাহ্ তোমাদেরকে শিক্ষা দিয়েছেন, তারা যা তোমাদের জন্য ধরে আনে তা খেতে পারবে।’ আর এতে তোমরা আল্লাহর নাম নেবে এবং আল্লাহকে ভয় করবে; আল্লাহ্ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর।
আজ তোমাদের জন্য সব ভালো জিনিস হালাল করা হলো। যারা গ্রন্থপ্রাপ্ত তাদের খাদ্যদ্রব্য তোমাদের জন্য হালাল, আর তোমাদের খাদ্যদ্রব্য তাদের জন্য হালাল; আর বিশ্বাসী সচ্চরিত্রা নারী এবং তোমাদের আগেই যাদেরকে গ্রন্থ দেওয়া হয়েছে তাদের সচ্চরিত্রা নারী তোমাদের জন্য হালাল করা হলো, যদি তোমরা তাদেরকে মোহরানা প্রদান করো বিবাহের জন্য, তবে প্রকাশ্য ব্যভিচার বা উপপত্নীরূপে গ্রহণের জন্য নয়; যে-কেউ বিশ্বাস করতে অস্বীকার করবে তার কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং সে হবে পরকালে ক্ষতিগ্রস্তদের তালিকাভুক্ত। ...>>>
সূরা বাকারা # ২/৬২ : যারা বিশ্বাস করে এবং যারা ইহুদি এবং যারা নাছারা এবং যারা অগ্নিউপাসক, যারা আল্লাহ্ এবং শেষদিবসে বিশ্বাস করে এবং সৎকর্ম করে, তাদের জন্য নিজস্ব প্রতিপালকের কাছে পুরষ্কার আছে; তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না। ...>> >..৫/৬৭-৭১.. ...>>>
সূরা বাকারা # ২/১১৫ : পূর্ব এবং পশ্চিম সব দিকই আল্লাহ্র; আর তুমি যে-দিকেই মুখ ফেরাও সে-দিকই স্বয়ম্ভূ আল্লাহ্-র দিক; স্বয়ম্ভূতো সর্বব্যাপী উন্মুক্তজ্ঞান। .. ...>>>
সূরা বাকারা # ২/১৪৮ : আর প্রত্যেকের একটা দিক আছে, যার দিকে সে মুখ করে দাঁড়ায়। অতএব তোমরা সৎকর্মে প্রতিযোগিতা করো। তোমরা যেখানেই থাকো না কেন, আল্লাহ্ তোমাদের সকলকে একত্র করবেন। আল্লাহ্ সর্ববিষয়ে সর্বক্ষমতাবান। ...>>>
সূরা নিসা # ৪/৫৯ : ওহে যারা বিশ্বাস রাখো, যদি তোমরা আল্লাহতে এবং পরকালে বিশ্বাস করো তবে তোমরা আল্লাহর অনুগত হও; রসুল এবং তোমাদের শাসকদের অনুগত হও; আর যদি কোনো বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটে সে-বিষয়ে আল্লাহ্ এবং রসুলের দিকে স্মরণ ফিরাও, যদি তুমি বিশ্বাস করো আল্লাহ্ এবং শেষ দিবসে, এই ভালো, এবং এটাই উৎকৃষ্ট বিশ্লেষণ। ...>>>
সূরা হাজ্জ্ব # ২২/৩৪,৩৫ : আমি প্রত্যেক জাতির জন্য নিয়ম করে দিয়েছি যাতে আমি যে-সব চারপেয়ে জন্তু তাদের বরাদ্দ হিসেবে দিয়েছি, সে-সব বিসর্জনের সময় তারা সয়ম্ভূ-র নাম স্মরণ করে; তোমাদের উপাস্য তো একজন-ই; তোমরা বিনীত হও এবং সুসংবাদ দাও নম্রদেরকে;
যাদের অন্তর আল্লাহ্-র ভয়ে কাঁপে এবং যারা তাদের বিপদের সময় ধৈর্য ধারণ করে, যথাযথভাবে প্রার্থনা প্রতিষ্ঠা করে, এবং তাদেরকে যে বরাদ্দ দেওয়া হয়েছে তা’ থেকে যারা ব্যয় করে। ...>>>
সূরা হজ্জ # ২২/৫১-৫২ : এবং যারা প্রবল হওয়ার উদ্দেশ্যে আমার নিদর্শনকে ব্যর্থ করার চেষ্টা করে তারাই দোযখের অধিবাসী।
আমি তোমার আগে যে-সকল নবি এবং রসুল পাঠিয়েছি তারা যখন কিছু পাঠ করেছে, তখনি শয়তান তাদের বাক্যে কিছু ছুড়ে দিত; কিন্তু শয়তান যা ছুড়ে দেয়, আল্লাহ্ তা সরিয়ে দেন; তারপর পোক্ত করে স্বয়ম্ভূ তাঁর নিদর্শনগুলো দাঁড় করান; এবং আল্লাহ্ সর্বজ্ঞ, প্রজ্ঞাময়।...>>>
সূরা মুমিন # ৪০/৩৪-৩৫ : পূর্বেও তোমাদের কাছে স্পষ্ট নিদর্শনসহ ইউসুফ এসেছিল; কিন্তু সে যা’ নিয়ে এসেছিল তাতে তোমরা সন্দেহ করতে; অবশেষে যখন তার মৃত্যু হ’লো তোমরা বলেছিলে,‘এর পর আল্লাহ্ আর কোনো রসুল পাঠাবেন না।’ এভাবেই আল্লাহ্ সীমালঙ্ঘনকারী এবং সন্দেহবাদিদেরকে বিভ্রান্ত করেন।
নিজেদের কাছে প্রমাণ না-থাকলেও যারা আল্লাহ্র নিদর্শন সম্পর্কে তর্কে লিপ্ত হয়, যা’ আল্লাহ্র দৃষ্টিতে এবং বিশ্বাসীদের দৃষ্টিতে জঘন্য ঘৃণ্য, এভাবেই প্রত্যেক উদ্ধত এবং স্বেচ্ছাচারীর হৃদয়কে আল্লাহ্ আবদ্ধ ক’রে দেন।...>>>
সূরা ইব্রাহিম # ১৪/৪,৫ : আমরা পাঠাইনি কোনো রসুলকে এমন যে-নয় স্বজাতির ভাষাভাষী, যেন সে তাদের কাছে পরিস্কার বর্ণনা দিতে পারে; আল্লাহ্ যাকে ইচ্ছা অন্ধকারে রাখেন এবং যাকে ইচ্ছা পথ দেখান এবং তিনি তো পরাক্রমশালী বিচক্ষণতা। আমরা পাঠিয়েছি মুসাকে আমাদের নিদর্শনসমূহসহ; -‘তোমার সম্প্রদায়কে অন্ধকার থেকে আলোয় আনো এবং ওদেরকে অতীতের দশা স্মরণ করিয়ে দাও।’ –দৃঢ় ধৈর্যশীল এবং একান্ত কৃতজ্ঞদের জন্য নিশ্চয়ই এতে নিদর্শন রয়েছে। .....>>
সূরা মায়িদাহ্ # ৫/১০৫ : ওহে, আমার বিশ্বাসীরা, তোমাদের আত্মরক্ষাই কর্তব্য। যদি তোমরা সৎপথে চলো, পথভ্রষ্টরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ্-র দিকেই তোমাদের সকলের ফিরে যাওয়া, আর তখন তিনি তা’ তোমাদেরকে জানাবেন যা’ তোমরা করতে। ...>>>>
©somewhere in net ltd.
১|
০৪ ঠা অক্টোবর, ২০১৪ বিকাল ৪:৩২
বিদ্রোহী ভৃগু বলেছেন: আল্লাহ সকলকে সৎকর্মপরায়ন হবার তৌফিক দান করুন।