![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কী করি-না-করি? জিজ্ঞাসাটির সংক্ষিপ্ত জবাব
---------------------------------------------------------------------
পেটের দায়ে চাকরগিরি করি, অবকাশ পেলেই ঘুমাই আর জেগে থাকার প্রয়োজনে ফেইসবুকে বিচরণ করি। মানুষকে কখনোই ভিখারি ভাবতে পারি না। মানুষকে ভক্তি করি। ভিক্ষুককে মানুষের সমান ভাবতে পারি না। ভিক্ষুককে মানুষের চেয়ে ছোট এবং স্বর্গীয় দেবতার সমান গণ্য করি। যেকোনো ভিখারির স্পর্শ থেকে আমি নিজেকে দূরে রাখার চেষ্টা করি। এক পদক্ষেপ দূর থেকেই হাত বাড়িয়ে ভিক্ষা দেই। সুস্থ মানবদেহধারী যেকোনো ভিক্ষুককে দৃশ্যমান জীবিত দেবতার সমান গণ্য ক’রে আমার সাধ্যমতো দান করি আর উপদেশ দেই- ‘কোনো কাজ খুঁজে না-পেলে বরং চুরি কোরো, সে-ও ভালো, -এখানে পঙ্গু হবার লক্ষ্যে কক্ষনো ভিক্ষুক সেজো না।’
করণিক : আখতার২৩৯ ##### ২০/১১/২০১৪খ্রি:
আমি কী করি-না-করি? জিজ্ঞাসাটির সংক্ষিপ্ত জবাব
©somewhere in net ltd.