![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈভটিজারগুলোর নিয়ন্ত্রণ প্রসঙ্গে # বৈশাখ-১৪২২ (০৫)
----------------------------------------------------------------------
ফুটেজ দেখে দেখে ঈভটিজারগুলোকে মিলিয়ে নেওয়াটা কঠিন কিছু নয়। ওগুলোর ঠিকানা যারা চিনিয়ে দিতে পারবে, তাদের পরিচয় গোপন রেখে তাদেরকে পুরস্কৃত করা হবে- এমন নিশ্চয়তা দিলে সহজেই ঈভটিজারগুলোকে ধরা সম্ভব। কিন্তু, কুলাঙ্গারগুলোকে দৃষ্টান্তমূলক ফাঁসিতে ঝোলালেও, যেগুলো ধরা পড়বে না সেগুলো যে কখনোই সতর্ক হবে না, এটাও নিশ্চিত। আত্মসম্মানবোধহীনদের কাছে জীবন ও মরণ উভয়ই সমান, দুটোই অর্থহীন।
যেহেতু, নরাধম ঈভটিজারদেরকে ধ’রে ধ’রে শাস্তি দেওয়া বা না-দেওয়ার মধ্যে পার্থক্য নেই, --অথচ আমরা ঈভটিজিংমুক্ত বা যৌন-হয়রানি-মুক্ত পরিবেশ চাচ্ছি, এখানে কুলাঙ্গার ঈভটিজারের অভিভাবক হিসেবে আমরা যেন যথাযথ শাস্তি পাই, --আইনের ধারাটি যেন ঠিক তেমন-ই হয়।
'কেউ ঈভটিজার হিসেবে প্রমাণিত হ'লে পরে সে সসম্মানে মুক্তি পাবে, --তবে শাস্তি পাবে তার পিতা-মাতা অথবা অভিভাবক, অর্থাৎ 'একধাপ উপরের জন' পাবে উপযুক্ত অপমানকর শাস্তি, --সংক্ষেপে, ঈভটিজাররা বা যৌন-হয়রানকর্মীরা অক্ষতদেহে ছাড়া পাবে, কিন্তু তাদের অভিভাবকদেরকে ছাড়া হবে না।'- -এমন কোনো আইন সংসদে পাশ করামাত্রই ঈভটিজিং যে বন্ধ হ’য়ে যাবে, তা’ আর বলার অপেক্ষা রাখে না।
(*****
পরিবার যখন তার অভিভাবকত্ব ফিরে পাবে, পরিবারের পক্ষে তখন নরপশু বা কুলাঙ্গারের নাকে দড়ি বেঁধে লাগাম টেনে ধ’রে রাখাটাও সহজ হবে।)
গণকরণিক : আখতার২৩৯ ##### ১৮/০৪/২০১৫খ্রি:
'একধাপ উপরের জন'
যৌন-নির্যাতন বন্ধকরণে প্রত্যাশিত বিধান
মাংসাশী প্রাণীদের বিষণ্ণতা রোগের প্রতিকার # ( দণ্ড হিসেবে রেপিস্টগুলোর অণ্ডকোষ কর্তন মৃত্যুদণ্ডের চেয়ে নমনীয় )
©somewhere in net ltd.