![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আস্তাকুঁড়ের হাসি
---------------------------------------
কোনো দলের জয় বা পরাজয়ে যখন জনসাধারণের কিছুই এসে যায় না, এমন পরিস্থিতি কখনোই সভ্য দলোগণের জন্যে কোনো সুসংবাদ বহন করে না।
জনগণের ওপর দলোগণের বিশ্বাস ক’মে গেলে যা’ হবার তা-ই হয়। কিছু দলান্ধ আবেগাক্রান্ত দলোদাসের ওপর নির্ভর ক’রে ক’রে দলোগণ নিজেদের অস্তিত্ব রক্ষায় বেশি বেশি মনোযোগী হয়।
প্রতিহিংসাপরায়ণ দলোদাসেরা প্রতিপক্ষের সাথে লড়াইয়ে যখন হতাহত হ’তে থাকে, দলজীবী দলোগণ তাদেরকে থামাতে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যায় না। জনসাধারণও তাদেরকে রক্ষা করার চে’ বরং কোনো দলের পক্ষে বা বিপক্ষে না-যাওয়াকে এবং নিজেরা নিরাপদ দূরত্বে থাকাকে, সমুচিত কর্তব্য হিসেবে মেনে নিতে বাধ্য হয়।
জনসাধারণের মধ্যে যারা শান্তিকামী, তারা নিজেদের পারিবারিক সতর্কতায় এমন ভাবেই যত্নবান হয়ে ওঠে, যাতে অবাধ্য যারা আগেই বেরিয়ে গিয়েছে, তারা ফিরে আসুক বা না-ই আসুক, পরিবারের আর কোনো সন্তান যেন দলোদাসদের সঙ্গে মিশে তাদের সংখ্যা বাড়াতে না-পারে।
গণবিচ্ছিন্ন হওয়ার পরিণতি হিসেবে নিশ্চয়ই এখানে সংঘাতজীবী খেলুড়ে দলোগণকে যে প্রায়শ্চিত্ত ভোগ ক’রে যেতেই হবে,- এমন কোনো সত্য সংবাদেও কিছুই এসে যায় না ঐ দলজীবীদের, যারা আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হ’লেও নির্লজ্জদের মতো দাঁত বের ক’রে হাসতে পারে।
দর্শক : আখতার২৩৯ ##### ০৪/০৫/২০১৫খ্রি:
আস্তাকুঁড়ের হাসি
©somewhere in net ltd.