নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

সাময়িক আনন্দ পাবার বিনিময়ে

১১ ই মে, ২০১৫ সকাল ১১:৫৭

সাময়িক আনন্দ পাবার বিনিময়ে
------------------------------------------------------------
কিছু নির্বোধ ব্যস্ততা, হৈহুল্লোড়, দলোদাসদের কাড়াকাড়ি আর কিছু অসম্পূর্ণ তামাশা দেখে দেখে শুধু সাময়িক আনন্দ পাবার বিনিময়ে, আমার বোধনের সেই শুরু থেকেই, এখানে বেঁচে থাকার মতো একঘেয়ে বিরক্তিকর কাজটি, নিরলসভাবে, দায়িত্বশীল কর্মী রূপে আমাকে ক’রে যেতে হচ্ছে।

চরমভাবে বেড়ে যাওয়া একঘেয়েমোর বিরক্তিকে সহ্য করতে না-পেরে স্বেচ্ছায় মৃত্যুবরণের মতো সহজতম কাজটিও করেছে,- হতাশাগ্রস্ত এমন অনেকের ঘটনা অনেকেই জানে। নতুন কিছু দেখে যাবার আশাটুকু থাকলে হয়তোবা ঐ সহজতম কাজটি তারা করতে পারতো না।

অসম্পূর্ণ তামাশা দেখে দেখে মজা পেতে চাইলে, যেকোনো কৌশলে, বেঁচে থাকাটা, অন্য সব কাজের চেয়ে বড় কাজ এই জগৎ সংসারে। ঐ কাজটা অনেকের মতো আমিও ক’রে যেতে চাই সবকিছুতেই সাময়িক আনন্দ পাবার বিনিময়ে।


দর্শক : আখতার২৩৯
সাময়িক আনন্দ পাবার বিনিময়ে

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.