![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গল্পের মতো করণিকা # জুন, ০১-২০১৫
---------------------------------------------------------------
একদিন এক জ্ঞানী ব্যক্তির সাথে এক আলেম ব্যক্তি দেখা করিলেন। তিনি জ্ঞানী ব্যক্তিটিকে বলিলেন,‘আমি আপনার সাথে কমোন-সেন্স রিলেটেড কিছু বিষয়ে আলোচনা করতে এসেছি। বে-শক্, এই উছিলায় দোজাহানে আমাদের আমলনামায় গেহেরা সহি নেকি হাছিল হবে।’ আলেম ব্যক্তির প্রস্তাবকে শ্রদ্ধা জানাইয়া জ্ঞানী ব্যক্তিটি বলিলেন, ‘সব ঠিক-ই আছে। কিন্তু, আমি আন্তরিকভাবে দুঃখিত, আপনাকে এখন সময় দিতে না-পারার জন্যেই দুঃখিত। আগামীতে, সময় এবং সুযোগ পেলেই, আমরা কোথাও বসতে পারি। তবে, অবশ্যই আলোচনায় বসার আগে প্রস্তুতি থাকা চাই। প্রস্তুতির একটা অংশ হিসেবে আমি কি আশা করতে পারি যে, আমরা নিজের ভাষায় পবিত্র ধর্মগ্রন্থ প’ড়ে প’ড়ে বোঝার চেষ্টা চালাবো?’--
--‘বে-শক্, যাযাকাল্লাহ্, আলবৎ ফায়দা মাহেল,- নিশ্চয়ই, নিশ্চয়ই, গাস্তে এলেম। আস্ সালাম।’- বলিয়া নূরানি হাসি হাসিয়া সেই কামেল বুজুরগো আলেম ভদ্রলোকটি জ্ঞানী ভদ্রলোকটির নিকট হইতে সেই দিনের মতো বিদায় লইয়া চলিয়া গেলেন।
ইহার পরের ঘটনা যদিও উপস্থিত অনেকের-ই জানা,- আমরা কিন্তু দেখি নাই ঐ আলোচনা।
গল্পের মতো করণিকা # জুন, ০১-২০১৫
©somewhere in net ltd.