![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কীর্তিকলাপের দিকে মনোযোগে তাকালেই ...
---------------------------------------------------------------------------------------
ভিন্নধর্মীরা কখনো তাদের শান্তিপূর্ণ বেহেস্ত ফেলে দিয়ে আমার স্বর্গের ভাগ নিতে আসবে, কিম্বা কাঙালের মতো আমার পিছে পিছে ঘুরবে,- এমন নিচু স্তরের ধারণা পোষণ করা তো নীচ প্রজাতির অজ্ঞ প্রাণীগুলোর জন্যেই শোভনীয়।
নিজেকে সচেতন মহাজ্ঞানী মহাপণ্ডিত ভাবার সুযোগটা সে হয়তোবা পেতোই না, যদি বেড়ে ওঠার কালে তার আশপাশের দায়বদ্ধ অভিভাবকেরা তার প্রতি যত্নবান থাকতেন।
কেহ আমাকে যখন তার নিজের স্বর্গীয় উদ্যানের ভাগীদার বানানোর জন্যে, কিম্বা আমাকে তার জান্নাতে ঢোকানোর জন্যে আমার ওপর অত্যাচার চালায়, সে যে নিজেই তখন নিজের জন্যে নিজের অর্জনে জ্বালাময় যন্ত্রণার নরকবাসকেই নিশ্চিত করে, সেটা যদি তার জানার মধ্যে না-থাকে, তাকে নজরে নজরে রেখে, ধৈর্য ধ’রে সুকৌশলে তাকে জ্ঞান দিয়ে দিয়ে যাওয়ার মধ্যেই তার অভিভাবক গুরুজনদের মুক্তি।
যেই স্বর্গময় উদ্যানে আমি নিজেই থাকার যোগ্যতা আজও অর্জন করতে পারিনি তো পারিনি,- এখানে যারা ভালো কাজের চর্চা চালিয়ে যাচ্ছে আগামীতে মুক্তমনে অফুরান শান্তিতে থাকার লক্ষ্যে, এই আমি তাদেরকেও অনুসরণ করছি না, অথচ, ভয় দেখিয়ে লোভ দেখিয়ে ফাঁদে ফেলে টোপ গিলিয়ে কিম্বা আমার যেকোনো স্বরচিত কৌশলে অন্যদেরকে স্বর্গে ঢোকানোর জন্যে যখন আমার প্রাণপণে চেষ্টা চালাচ্ছি নিজেকে জাহান্নমের দিকে ঠেলে, তখন এই আমার রহস্যঘন কীর্তিকলাপের দিকে যারা একটুখানি মনোযোগে তাকাবেন,- হুঁ, যারাই মনোযোগে তাকাবেন, নিশ্চয়ই তারাই পারবেন, মনোযোগে তাকালেই তারা আত্মরক্ষা ক’রে ক’রে চলতে পারবেন এবং চাইলেই আমাকেও হয়তোবা তারা শুধরিয়ে নিতে পারবেন, এমনটাই স্বাভাবিক।
করণিক : আখতার২৩৯ ২২/০৯/২০১৫খ্রি:
আমার কীর্তিকলাপের দিকে মনোযোগে তাকালেই ...
©somewhere in net ltd.