![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতারক চরিত্রের পরাজয় প্রসঙ্গে
--------------------------------------------------
কথায় কাজে সামাজিকতায় আচরণে যারা মুসলিম চরিত্রের নয় তারা যখন নিজেদেরকে মুসলিম এবং নিজেদের ধর্মকে ইসলাম ব’লে দাবি করে- তখন তারা যে খাঁটি নির্ভেজাল দৃশ্যমান মুনাফিক, এতে তো কোনো সন্দেহ নেই। তাদের জীবদ্দশাতেই তাদের প্রতারণার প্রতিফল তারা পেয়ে পেয়ে এসেছে। তারা নিজেদেরকে শুধরে না-নিলে আগামীতেও যেন বিধিবদ্ধ বিধানেই তাদের বরাদ্দে রয়েছে মর্মান্তিক দহন।
মাদক এবং মারণাস্ত্রের চোরাকারবারিদের সাথে ধর্মবণিকদেরকেও যখন একই লক্ষ্যে একই মঞ্চে বন্ধুরূপে হাতে হাত মেলাতে দেখা যায়, তখনি তাদের অভিন্ন চরিত্র সভ্য ভদ্র ধার্মিক সাধারণের কাছে প্রকাশ পায়।
দেখাই যাচ্ছে, এজগতে যারা শান্তিতে সমর্পিত তাদের উন্নতি থামিয়ে রাখতে পারেনি প্রতারকেরা। এতেই প্রমাণিত যে, প্রতারকেরা যাদেরকে বিধর্মী ব’লে ব’লে প্রচারণা চালাচ্ছিল তারাই ছিল ধার্মিক- ধর্মের নিরীক্ষণে।
---------------------------------------------------------------
দর্শক : আখতার২৩৯
প্রতারক চরিত্রের পরাজয় প্রসঙ্গে
©somewhere in net ltd.