নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

নির্লজ্জদের শিক্ষা প্রসঙ্গে

২০ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৮

নির্লজ্জদের শিক্ষা প্রসঙ্গে
--------------------------------------
যতদিন আমার নিকটাত্মীয়দের মধ্যে বা আমার পরিবারের ভিতরেই কোনো অবৈধখোরকে খুঁজে বের করা যাচ্ছে, ততদিন আমি বাইরের কারো অবৈধতা সম্পর্কে কোনো কথা ব’লে অপদস্থ হ’তে চাই না। তা’ এজন্যেই যে, নির্লজ্জ অপদস্থদের মুখে নীতিবাক্য ভীষণ বেমানান। নির্লজ্জদের পরিণতি আমরা দেখেছি।
আমরা দেখেছি- সভ্য ভদ্রজনেরা মানবসমাজে কাউকে লজ্জিত করে না এবং নিজেরাও অপদস্থ হয় না।
অপদস্থরাই ভদ্রগণকে উপহাস করার ব্যর্থ চেষ্টা চালাতে গিয়ে নিজেরা আরো বেশি অপমানিত হয়।
আত্মশোধনে মনোযোগী ভদ্রগণ স্বেচ্ছায় কোনো ঝামেলায় নিজেদেরকে নির্লজ্জদের সাথে জড়াতে চায় না। আগবাড়িয়ে অপদস্থগুলোকে শিক্ষা দেবার লক্ষ্যে এগিয়ে যেতে আত্মসম্মানিতরা উৎসাহী নয়।
তবে, নির্লজ্জরাও তাদের বরাদ্দের প্রাপ্য শিক্ষাটুকু পেয়ে পেয়েই যায়। তাদেরও শিক্ষাদাতা আছে মানবসমাজে।
নির্লজ্জদের সুশিক্ষার জন্যে অশালীন আচরণের নোংরা চরিত্রগুলোর পদাঘাত-ই যথেষ্ট।

####################################################
*****
সাদামাটাভাবে পরিবার বলতে যতটুকু বোঝায় ততটুকুই এবং নিকটাত্মীয় (নানার পরিবার এবং দাদার পরিবার) বলতে যতটুকু বোঝায় ততটুকুই এবং এর বেশি নয়- এখানে বন্ধু, সহপাঠী, সহকর্মী, বা প্রতিবেশীগণকে টেনে আনা হয়নি কিম্বা মানবজাতির বিশাল একটি পরিবারকে বোঝানো হয়নি।
---------------------------------------------------------------------
দর্শক : আখতার২৩৯
##### ১৯/১০/২০১৭খ্রি:

নির্লজ্জদের শিক্ষা প্রসঙ্গে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১:৩৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আত্মশুদ্ধি শুরুটা করতে হবে নিজের পরিবার দিয়ে...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.