নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

বিশ্বাসে মানুষ এবং নিশানায় প্রতারক চরিত্র

২৪ শে অক্টোবর, ২০১৭ ভোর ৫:০২

বিশ্বাসে মানুষ এবং নিশানায় প্রতারক চরিত্র
-----------------------------------------------------------
মানুষকে মানুষ হিসেবে বিশ্বাস করাটাই উপদিষ্ট। মানুষকে অবিশ্বাস করাটা ভীষণ পাপ।
মানুষকে দেবতা বা ফেরেস্তা ভেবে নিয়ে কেহ ঠকলে পরে, মানুষের তাতে কোনো দোষ নেই এজন্যেই যে, কোনো মানুষ নিজেকে পবিত্র সত্তা ভাবানোর জন্যে কখনোই অন্যদের ওপর অত্যাচার চালায় না, কিম্বা প্রতারকদের মতো সাধু সেজে আত্মপ্রকাশ করতে পারে না। প্রতারকেরাই পারে তাদের শয়তানির জোরে অসতর্কগণকে বহুরূপে ঠকাতে।
মানুষের সাথে প্রতারকের পার্থক্য স্পষ্ট।
আচরণে মানুষে পরিণত হবার আগেই মানুষ হিসেবে পরিচিতি লাভের লোভে প্রতারকেরা মিথ্যাচার চালায় এবং পীড়াপীড়ি করতে গিয়ে ধোঁয়াশার ভিতরেও ধরা পড়ে- দৃশ্যটা দর্শনীয়।
প্রতারকেরা মানুষকে নিজেদের মতো বা নিজেদেরকে মানুষের মতো বোঝানোর জন্যে যতই যুক্তি টেনে আনতে চায় আনুক, জ্ঞানীগণ ভালোভাবেই জানেন যে, মানুষ কখনোই প্রতারক নয়, এবং এজন্যেও মানুষকে বিশ্বাস করাটাই যৌক্তিক।
----------------------------------------------------------------
দর্শক : আখতার২৩৯
##### ২৪/১০/২০১৭খ্রি:

বিশ্বাসে মানুষ এবং নিশানায় প্রতারক চরিত্র

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৭ সকাল ১০:১৩

কানিজ রিনা বলেছেন: বিশ্বাস ঘাতক প্রতারক দেখতে মানুষের মতই
তাই মানুষের মত দেখতে বলে বিশ্বাস করে
পরে বুঝে প্রতারকরা মিরজাফর মানুষরুপী
সয়তান।

২| ২৪ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:৩৫

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সরল কিন্তু জটিল। ভালো...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.