![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অত্যাচারে স্মরণীয়
--------------------------
দায়িত্ব, সৃষ্টিকর্ম, গঠন, সংঘটন, মেরামত, সমস্যা, সমাধান, সালিশ, প্রতিবাদ, প্রতিকার বা সামাজিক যেকোনো কিছুতেই নির্লিপ্ত থাকার স্বাধীনতায় কোথাও কারো কোনো বাধা নেই। তবে, ধ্বংসকামী কেহ, যদি অন্যের শান্তিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা চালাতে চায়, তার জন্যে স্মরণীয় যে, তার প্রতিপক্ষ তাকে অক্ষত ছেড়ে দেবে অথবা করণীয় কিছু একটা করবে কিম্বা নির্লিপ্ত শান্ত থাকবে- কোনোটার-ই নিশ্চয়তা নেই। প্রতিদানে পাওয়া প্রতিঘাতের ঘনত্ব বেশি হ’লেও আঘাতকারীরা তা’ নিজেদের অর্জন হিসেবে মেনে নিয়ে সহ্য ক’রে যেতে বাধ্য।
দুঃসাহস দেখাতে গিয়ে আত্মঘাতী হওয়াতে কোনোই কৃতিত্ব নেই।
নির্লিপ্তভাবে শুধু শুধু দেখে দেখে যাচ্ছে আর মজা পাচ্ছে যারা, তারাই আছে পরম শান্তিতে।
হেরে যাওয়া বা মরে যাওয়ার চেয়ে বরং জয়ের প্রত্যাশার লক্ষ্যে যেকোনোভাবে বেঁচে থাকতে পারাটুকুও সাফল্যের অনেক কাছাকাছি।
------------------------------------------------------
গণকরণিক : আখতার২৩৯
*****
অত্যাচারে স্মরণীয়
©somewhere in net ltd.