নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করণিকা-২৩৯

করণিক: আখতার২৩৯

করণিক আখতার

পরমতসহিষ্ণুতা শান্তিধর্মীদের শনাক্তিচিহ্ন।

করণিক আখতার › বিস্তারিত পোস্টঃ

সচেতনদের অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে

১৬ ই নভেম্বর, ২০১৭ রাত ২:৩১

সচেতনদের অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে
-------------------------------------------------------
নিশ্চয়ই আপনি এবং যারা আপনার মতো, তারাই সচেতন। যদিও আপনারা সংখ্যায় খুবই কম, আপনারা চাইলেই নিজেদের মধ্যে ঘন সংযোগ, ভিন্ন মতধারীদের মধ্যে সমঝোতা এবং পরমতসহিষ্ণুতার মাধ্যমে নিজেদের সংখ্যাটিকে বাড়িয়ে তুলতে পারেন।
প্রত্যেকে নিজের সত্যটাকে পরমসত্য ভেবে সবার উপরে ভাসতে চাইলে তাদের মধ্যে কোনো আলোচনাই সফল হবে না। নিশ্চয়ই আমরা যা’ পারি, আমি তা’ পারি না।
কারো কোনো যোগ্যতা বা দক্ষতায় অন্যদের সমর্থন এবং সহযোগিতা না-থাকলে, ঐ ব্যক্তি বাস্তবে অচল হিসেবেই গণ্য।
এমনটাই দেখা যায়, সচেতন যোগ্য ব্যক্তিটি একা জন্যেই প’ড়ে থাকতে বাধ্য হয় ‘সমন্বিত-অযোগ্য’-দের দয়ার আশ্রয়ে তাদের পায়ের কাছে অথবা আরও নিচে।
এটুকুই স্মরণীয় যে, একা একা সচেতনেরা প্রত্যেকেই অতিসচেতন- কেহই কোনো অংশে অন্যদের চেয়ে কম নয়। নিজস্ব সত্যটাকে দমিয়ে অন্যদের সত্যগুলোকে প্রাধান্য দেবার যোগ্যতাটুকু অর্জন করতে পারলে তবেই সচেতনেরা সংখ্যায় বাড়তে পারে এবং সমঝোতার সমন্বিত শক্তিতে এগিয়েও যেতে পারে।
-----------------------------------------------------------
দর্শক : আখতার২৩৯
সচেতনদের অতীত এবং ভবিষ্যৎ সম্পর্কে

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.