![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভদ্র পরিবারের দর্শন থেকে
-----------------------------------------
‘কখনো কখনো নিজের শুদ্ধির প্রয়োজনে অবনত হয়ে ক্ষমা চেয়ে নেবার জন্যে নিচেও নামতে হয়। অতীতের পরিবেশটাকে তো কখনোই ফিরে পাওয়া যায় না হে বাছা। যেকোনোভাবে উপরে ওঠার চেয়ে সেখান থেকে আত্মসম্মান নিয়ে নিচে নেমে আসাটাই বেশি কষ্টের। তাই, কোথাও উদ্ধতচারিতা দেখাতে গিয়ে তত উপরে না-ওঠাই ভালো, যেখান থেকে সহজে নিচে নেমে আসা সম্ভব নয়, স্মরণে রেখো।’- পারিবারিক শিক্ষায় এতটুকু শিখিয়ে পড়িয়ে বিজ্ঞ সভ্যজনেরা তাদের সন্তানদেরকে বাইরে ছেড়ে দিচ্ছেন, এমনটা দেখা যায় শুধু ভদ্র সামাজিক পরিবারগুলোতে।
---------------------------------------------------------------
দর্শক : আখতার২৩৯
ভদ্র পরিবারের দর্শন থেকে
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৮
রাজীব নুর বলেছেন: কেমন আছেন? অনেকদিন পর আপনার লেখা পেলাম।
আমাকে চিনতে পেরেছেন।