![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দলীয়দের গোপন বৈঠক সম্পর্কিত করণিকা
-------------------------------------------------------
মানবসমাজে সংঘাত এবং বিচ্ছিন্নতা ঠেকানোর লক্ষ্যেই ধর্মের আগমন। নিশ্চয়ই শয়তানিতে লিপ্তরাই ধার্মিকের আবরণে সেজে ধর্মের ব্যাখ্যার বিভিন্নতায় আধিপত্যের প্রতিযোগিতায় সংঘর্ষ চালিয়ে যায়। আধিপত্যের লোভে অজ্ঞরাই বদমাশগুলোর অনুসারী হয়। কোথাও ভালো কাজের প্রতিযোগিতা হচ্ছে দেখলেই শয়তানিতে লিপ্তরা দলবল নিয়ে সেখান থেকে দ্রুতবেগে পালায় এবং লোকচক্ষুর আড়ালে গোপন বৈঠকে দলবদ্ধ হয়। অতিসাধুবেশে ফিরে ফিরে এসে তারা সহজেই মিশতে পারে মানবসমাজে।
মানবসমাজের ভালোগুলো কখনোই দলীয় আধিপত্যকামীদের কাম্য নয়।
খোলামেলা সামাজিক মুক্ত আলোচনাতে বদমাশি কূটনীতিগুলোর সর্বনাশ ঘটে।
অবশ্যই দলীয় গোপন আখড়াগুলোর প্রত্যেকটি এজন্যেই সমাজবিরোধী যে, ওগুলোতে ধর্মের অপব্যাখ্যাগুলোকে যুক্তিময় রূপে সাজানোর কৌশল রপ্ত করা হয়।
সমাজ থেকে বিচ্ছিন্ন গোপন বৈঠকে অসামাজিকদের কূটপরামর্শ যেগুলো লোকচক্ষুর আড়ালেই অজ্ঞদের চেতনায় জুড়ে দেওয়া হয়, ধর্মের মনগড়া ব্যাখ্যাদাতারাই সেগুলোতে নেতৃত্বের সারিতে থাকে।
-----------------------------------------------------------------------------
দর্শক : আখতার২৩৯
দলীয়দের গোপন বৈঠক সম্পর্কিত করণিকা
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০৫
রাজীব নুর বলেছেন: ভালো লিখেছেন।