![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিকেলের করণিকা
---------------------------------
আমার অজ্ঞতাই আমাকে বিভ্রান্তির ঘুরপাকে ঘুরাচ্ছিল যেখানে আমি বিশ্রাম পাইনি। মেধা, যোগ্যতা আর নিজস্ব কৌশল খাটিয়ে বারো ভূতের ভোগের জন্যেই যত জঞ্জাল জমাচ্ছিলাম আমার আবেগের তাড়নায়। আমার ব্যতিব্যস্ততা দেখে অন্যেরা মজাই পাচ্ছিল, হাসাহাসিও করছিল। তবুও যদি আমার হুঁশ ফিরতো!- আমার করণীয় ভালো কোনো কাজ যখন আমি খুঁজেই পাচ্ছি না, দেখে দেখে যেতে যেতে নিজের দেখাগুলোই অন্যদেরকে ভদ্রভাবে দেখিয়ে দেখিয়ে যাওয়া- এতটুকুই যথেষ্ট ছিল, ঝাঁঝালো দুপুরে এতটুকুও করা যেতো অন্যদেরকে বিরক্ত না ক’রে।
আমি এসে থাকাতে এখানকার কী ক্ষতিটা হয়েছে কিম্বা আমি না-থাকাতে এখানে কারো সমাবর্তনে কোথায় কী থেমে ছিল কিম্বা আমার বর্তমানে কোথায় কত লাভ হচ্ছে- একবারও আমি ভেবে দেখিনি জন্যেই নিজেকে এজগতে জঞ্জাল মনে হচ্ছিল না।
নিজের কাজগুলোকে এবং নিজেকে আবর্জনা হিসেবে দেখবার মতো জ্ঞানের প্রাপ্তবয়স্কতা- যত আগে আসে ততই ভালো।
অজ্ঞতার জোরে নিজেকে কেউকেটা বিশাল কিছু একটা ভেবে ভেবে চলার অভ্যেসে, হঠাৎ যখন নিজের তুচ্ছাতিতুচ্ছতার সাক্ষ্য এসে পড়ে প্রকাশ্যে প্রমাণসহ, অপদস্থ নিজেকে তখন লুকিয়ে ফেলার দায়ভার ভীষণ অসহনীয়।
------------------------------------------------------------------------
করণিক : আখতার২৩৯
##### ০৬/১২/২০১৭খ্রি:
বিকেলের করণিকা
০৭ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:০১
করণিক আখতার বলেছেন: *****
অজ্ঞতার জোরে নিজেকে কেউকেটা বিশাল কিছু একটা ভেবে ভেবে চলার অভ্যেসে, হঠাৎ যখন নিজের তুচ্ছাতিতুচ্ছতার সাক্ষ্য প্রকাশ্যে প্রমাণসহ এসে পড়ে, অপদস্থ নিজেকে তখন লুকিয়ে ফেলার দায়ভার ভীষণ অসহনীয়।
©somewhere in net ltd.
১|
০৬ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১১:০৩
সকাল রয় বলেছেন: তারপর...