![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদানে পাওয়া প্রতিঘাতের ঘনত্ব
--------------------------------------------
দায়িত্বশীল, সৃষ্টিশীল বা যেকোনো কিছুতেই নির্লিপ্ত থাকার স্বাধীনতায় কোথাও কারো কোনো বাধা নেই। তবে, ধ্বংসকামী কেহ, যদি অন্যের শান্তিতে ব্যাঘাত ঘটানোর চেষ্টা চালাতে চায়, তার জন্যে স্মরণীয়, তার প্রতিপক্ষ তাকে অক্ষত ছেড়ে দেবে কিম্বা নির্লিপ্ত শান্ত থাকবে- কোনোটার-ই নিশ্চয়তা নেই। প্রতিদানে পাওয়া প্রতিঘাতের ঘনত্ব বেশি হ’লেও আঘাতকারীরা তা’ নিজেদের অর্জন হিসেবে মেনে নিয়ে সহ্য ক’রে যেতে বাধ্য।
আদালত কখনো আঘাতকারীর পক্ষে যেতে পারে না।
প্রতিঘাতকারীকে দেবার মতো কোনো শাস্তির বিধান কোনো আদালতেই রাখা হয় না। যদিও মেপে মেপেই আঘাতের সমপরিমাণে প্রতিঘাত করার বৈধ অধিকার ধর্মীয়ভাবেও দেওয়া আছে, আত্মরক্ষার স্বার্থে যেকোনো আঘাত ঠেকাতে প্রতিঘাতকারী তার সর্বাত্মক শক্তিতে চেষ্টা চালিয়ে ঘাতক কোনো আঘাতকারীকে এমনকি হত্যাও করতে পারে।
দেখা যাচ্ছে, আহতদের দয়াতেই টিকে থাকে আঘাতকারীরা।
-----------------------------------------------------------------------
শাস্ত্রপাঠক : আখতার২৩৯
প্রতিদানে পাওয়া প্রতিঘাতের ঘনত্ব
©somewhere in net ltd.
১|
১৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:০৩
রাজীব নুর বলেছেন: ঠিকই বলেছেন।