![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আত্মধিক্কার ঠেকাতে গিয়ে
---------------------------------------
যেখানে জনগণের যেমন আচরণ,
সেখানে শাসনতন্ত্রের তেমনি প্রতিফলন-
ধর্মশাস্ত্রের বাণীতে ঐ বিধিবদ্ধ নিদর্শন,
এখানে কার সাধ্য আছে যে, করবে তা’ খণ্ডন!?
সময়ের অপচয়ে, অতিবোদ্ধার যুক্তির ক্ষয়ে,
কাতর দেহে ক্লান্ত মনোবলে, নিত্য বিফলে,
অজ্ঞতার অজুহাতে নিজেদের স্বেচ্ছাচারের দোষও,
অন্যের দায়ভারে চাপানোর চেষ্টার ব্যর্থতা যত,
সে তো নিজেকেই মেলে ধ’রে অপদস্থ হওয়ার মতো-
আত্মধিক্কার ঠেকাতে গিয়ে আত্মপ্রতারণা,
তাতে সত্যের নড়চড় হয় না,
সত্যটাই জাগে বিবেকে,
এ যেন পরণের লুঙ্গি তুলে মুখ ঢেকে-
প্রকাশ্য পরিবেশে লজ্জা ঢাকার ব্যর্থ চেষ্টার মতো,
হঠাৎ যদি নিজের চোখেই ধরা পড়লো তো,
নিজেদের আচরণ দেখে, নিজেরাই বিব্রত।
------------------------------------
দর্শক : আখতার২৩৯
আত্মধিক্কার ঠেকাতে গিয়ে
২৩ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:৫৮
করণিক আখতার বলেছেন: *****
অনেকেই আমার করণিকাগুলো পড়লেও ওগুলোকে পছন্দ করার ঝুঁকি নিয়ে আমাকে যে বিপদে ফেলেননি, এজন্যে শ্রদ্ধেয় পাঠকগণের প্রতি আমি নিত্য কৃতজ্ঞ। বিভিন্ন গোত্রভুক্ত সম্মানিত ব্লগারগণ আমার লেখাগুলো যত কম পড়বেন আমার জন্যে ততই মঙ্গল। অপছন্দযোগ্য কিছু প্রকাশের জন্যে যদি জরিমানা দিতে হ’তো, অনেক আগেই আমি দেউলে হয়ে পড়তাম। সেদিক থেকেও আমি প্রচণ্ড বাঁচা বেঁচে গেছি।
২| ২২ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩১
রাজীব নুর বলেছেন: ওস্তাদ চাঁদগাজী সুন্দর মন্তব্য করেছেন।
তার সাথে আমি একমত।
©somewhere in net ltd.
১|
২২ শে ডিসেম্বর, ২০১৭ ভোর ৪:০৭
চাঁদগাজী বলেছেন:
আপনি ৩১৩টি পোষ্ট দিয়ে ১৯৪টি মন্তব্য পেয়েছেন; এটা মোটামুটি খুব একটা খুশীর কথা নয়; আপনাকে লক্ষ্য রাখতে হবে, ব্লগারেরা কি ধরণের লেখা পড়ছেন, কি নিয়ে লিখছেন!
লেখার মুল উদ্দেশ্য হলো, পাঠকেরা যেন পড়েন, উনারা যেন নিজের মত প্রকাশ করেন, আপনার লেখা নিয়ে যেন আলোচনা করেন।