![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বীভৎস অনিশ্চিত কিছু ঘটলে পরে ...
--------------------------------------------------------
জনসাধারণ নিজেদের আঙুল চুষতে চুষতে ‘স্বাধীনতার ঘোষণা এবং ঘোষক’-এর ক্যাচাল প্যাঁচালের অর্থহীন পাতানো নাটক দেখতে দেখতে ঘোরের মধ্যে ঘুরপাক খেতে থাকুক, আর সেই ফাঁকে ক্যাডার ক্রীতদাসগুলোকে কুড়িয়ে খাবার জন্যে কিছু ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিয়ে দলোগণের কয়েকটা দখলদার নরাধম সুযোগ বুঝে রাষ্ট্রের সম্পদগুলো লুটেপুটে নিয়ে যাক্, শুরু থেকে আজও যেভাবে নিয়ে যাচ্ছে, এক হিসেবে ঠিক-ই আছে, -কিন্তু জনসাধারণ, নিজেদের মধ্যে জ্ঞাতিহিংসা আর পরশ্রীকাতরতা দমিয়ে, কখনো এখানে লুটেরা দলোগণকে আপ্যায়ন করার উদ্দেশ্যে গণপিটুনির আয়োজন করবেই না, এমন নিশ্চয়তাও তো কেউ দিতে পারে না। জনগণের তাড়া খেয়ে লুটেরারা যখন আত্মগোপন করবে কিম্বা উলঙ্গ হ’য়ে বিদেশপানে ছুটবে, বীভৎস ঐ দৃশ্যের দিকে তাকানোর চে’ মানুষের জন্যে তখন চোখ কান বন্ধ রাখাটাই পরামর্শিত।
-----------------------------------------------------------------------
গণকরণিক : আখতার২৩৯
বীভৎস অনিশ্চিত কিছু ঘটলে পরে ...
২৬ শে ডিসেম্বর, ২০১৭ রাত ৩:২৬
করণিক আখতার বলেছেন: *****
কোনো বক্তার বক্তব্যের উপর বিরূপ মন্তব্যকারীদের মধ্যে এমন অনেকেই আছেন, যেনারা নিজেদের মন্তব্যের উপর ঐ বক্তা বা লেখকের জবাব বা মন্তব্য প্রত্যাশা করেন। কোনো মন্তব্যের জবাব দিলে কিম্বা যুক্তি চালিয়ে নিজের বক্তব্যের ভিত্তি পোক্ত করার চেষ্টা চালালে মন্তব্য-প্রার্থী বক্তার কোনো কল্যাণ হয় কি-না জানি না, তবে, আমি এতটুকু বুঝি যে, যিনি কোনো লেখকের বক্তব্যের উপর মন্তব্য প্রকাশ করতে পেরেছেন, নিশ্চয়ই তিনি ঐ লেখকের মতো একরৈখিক চিন্তায় আবদ্ধ নন, বরং বিভিন্ন দিককোণ থেকে তিনি দেখার স্বাধীনতাপ্রাপ্ত এবং স্বতন্ত্র যৌক্তিক ভিত্তির উপর সুপ্রতিষ্ঠিত।
যেকোনো লেখার ওপর সকল মন্তব্যই একজন সতর্ক লেখকের সংশোধনে মান্যগণ্য গুরুত্বধারী হিসেবে ভীষণ মূল্যবান।
*****
করণিক-এর সাধারণ অর্থ কেরানি। গণকরণিক, সরল অর্থে সাধারণের কেরানি। কোনো গণকরণিক, যার কাজ খসড়া লিখে দেখিয়ে নেওয়া, সে নিজে থেকে যখন কিছু লিখতে পারে না, তাকে সাধারণের নির্দেশ বা ইঙ্গিতের উপর নির্ভর করতে হয়। নির্দেশকগণ কোনো করণিকা বা খসড়ায় কোথাও ভুল ধরিয়ে দিলে তখন সংশোধিত রূপে লিখাকর্মটি আবারও মেলে ধরতে গণকরণিক বাধ্য থাকে।
২| ২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:৪৭
তারেক_মাহমুদ বলেছেন: জনগণের তাড়া খেয়ে লুটেরারা যখন আত্মগোপন করবে কিম্বা উলঙ্গ হ’য়ে বিদেশপানে ছুটবে, বীভৎস ঐ দৃশ্যের দিকে তাকানোর চে’ মানুষের জন্যে তখন চোখ কান বন্ধ রাখাটাই পরামর্শিত
এটাই যুগ যুগ ধরে হয়ে আসছে।
৩| ২৭ শে ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৭
নতুন নকিব বলেছেন:
আপনাকে ধন্যবাদ দিলাম। আপনিও অন্তত: কিছু একটা দিতেন!
দিলে কি সবকিছুই কমে যায়?
©somewhere in net ltd.
১|
২৫ শে ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪৫
নতুন নকিব বলেছেন:
ভাল লাগলো। আপনার এই পর্বটি লুটেরা দখলদারদের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদে অনন্য। ধন্যবাদ।
তবে আপনার অধিকাংশ পোস্ট সম্ভবত: অনেকের কাছেই দুর্বোধ্যতায় আকীর্ন। মানুষের জন্য যদি লিখে থাকেন, তাহলে আপনার লেখায় তাদের দখল থাকা বাঞ্চনীয়। পারস্পারিক সম্পর্ক বলতে একটা কথা আছে। সহব্লগারদের সাথে সেই রিলেশনটাও কম-বেশি রাখা উচিত। থাকা উচিত। দু:খিত! বলতে হচ্ছে, কারও পোস্টে আপনাকে কখনও মন্তব্য করতে দেখেছি বলে মনে পড়ে না।
'করনিক' থেকে 'গনকরনিক'। তারপরে কী? দয়া করে যদি বলতেন!