![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মের কলঙ্ক
--------------------
এক সম্প্রদায়ের ধর্মাচারের সাথে অন্য সম্প্রদায়ের ধর্মাচারের তুলনা করা, কোনো সম্প্রদায়ের ধর্মাচারকে উপহাস করা, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করা, সামাজিক শান্তি নষ্ট করা কিম্বা শয়তানি উদ্দেশ্য নিয়ে এমন কিছু বলা বা করা যাতে সাম্প্রদায়িক সংঘর্ষ শুরু হয় বা বেড়ে যায়- এমন ধরণের বদমাশিগুলো থেকে দূরে থাকার পরামর্শই দেয় ধর্মগ্রন্থগুলো। সামাজিক বা আঞ্চলিক পোশাক ফেলে যারা সাম্প্রদায়িক পোশাককে ধার্মিকের পোশাক হিসেবে বেশি মর্যাদা দেয়, এরা যে নিজের ভাষায় কোনো ধর্মগ্রন্থ পড়েনি- এতে কোনো সন্দেহ নেই এবং নিঃসন্দেহে এরা ধর্মের কলঙ্ক।
যারা ধর্মদ্রোহী বা ধর্মবিরোধী তাদের চেয়েও ধর্মের এই কলঙ্কগুলো বেশি বিষাক্ত এদের আচরণে এবং সামাজিক চরিত্রে।
--------------------------------------------------------------
গ্রন্থপাঠক : আখতার২৩৯
ধর্মের কলঙ্ক
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৯
রাজীব নুর বলেছেন: সেই কত আগের থেকে দেখছি-
সহজ একটা বিষয়কেও কঠিন করে লিখেন।