![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ক্ষুব্ধ প্রকৃতি সম্পর্কিত করণিকা
----------------------------------------------------
মানুষের পিছে পিছে ঘুরলেই বা মানুষের সাথে সাথে থাকলেই যেকোনো জীবাত্মা তার স্বভাব পাল্টিয়ে মানুষ হয়ে উঠতে পারবে- এমনটা সম্ভব হ’লে তো সযত্নে পোষা বেড়াল বা তোতা-টিয়া-ময়নার মতো ঘনিষ্ঠ প্রাণিগুলো অনেকের আগেই মানুষে উন্নীত হ’তে পারতো।
এমনকি কোনো মানবসন্তানও শুধু মানুষের ঘনিষ্ঠতায় মানুষ হয়ে উঠতে পারে না।
অবশ্যই মানুষে পরিণত হবার জন্যে ইচ্ছুক কোনো মানবসন্তানের নিজের আগ্রহ থাকা চাই।
আমি যখন দেখি যে, আমার আশপাশের জ্ঞানী-গুণী-পণ্ডিত, সুদর্শন দাতা বা কোনো কুৎসিত কাঙাল, বিত্তবান, বিত্তহীন, ধর্মাচারী, স্বেচ্ছাচারী, শ্রমজীবী বা সন্ত্রাসজীবী লম্বা, বেঁটে কিম্বা মাঝারি কারো কাছেই কোনো মানুষ সামাজিক মর্যাদা পাচ্ছে না, যখন আমার পরিবেশে বিবেকবান মানবসন্তানগুলোকেই অস্বাভাবিক বা অবাস্তব চরিত্র হিসেবে দেখানো হচ্ছে আর পদে পদে অপদস্থ করা হচ্ছে, তখন আমি তো মানুষ হবার পক্ষে কোনো যুক্তি খুঁজে পাই না।
নিশ্চয়ই মানবসমাজে কিছু মানুষকে আমিও দেখেছি। তাদের ধৈর্য, সহ্য, সততা, নীরবতা আর ভদ্রতা দেখে দেখে আমি বিরক্তই হয়েছি। বিবেকের বোঝাবাহক ভদ্রলোকগুলোকেই প্রমাণিত অপরাধীগুলোর প্রশ্রয়দাতা ভেবে নিশ্চয়ই আমি কোনো ভুল করিনি। এ ছাড়া ভিন্ন কিছু ভাবতেও অন্তত আমি বাধ্য নই। খুব কাছ থেকে মানুষকে দেখেছে এমন অনেকের মতোই আমিও একজন সাধারণ দর্শক। ভিতরে বাইরে উন্মত্ততার প্রতিযোগিতা দেখে দেখে ক্ষুব্ধ বিরক্ত এই আমি যদি কখনো মানুষ হ’তে না-চাই, এখানে কোন্ শালা আছে, আসুক দেখি, আমাকে মানুষ হবার জন্যে কোনো শাস্ত্রীয় নীতিবাক্য বা কোনো আদর্শের বাণী শুনিয়ে দেখুক দেখি, কারো সাহস থাকলে আমার সামনে মুখোমুখি দাঁড়াতে আসুক, আমিও শালাকে দেখে নেবো।
******************************************************************************
উৎপীড়কদের প্রতি সমকালীন প্রকৃতির জবাব:
*****
আগে প্রতিশোধ নেবো, তারপর সময় পেলে মানুষ হবো।
*****
আপাতত প্রতিযোগিতায় জেতাটাই লক্ষ্য আমার, এরপর সময় পেলে- মানুষ হবার চেষ্টা চালাবো না-কি আমি আমার মতোই থাকবো, সেটা তখন ভেবে দেখা যাবে।
------------------------------------------------------------------------------
গণকরণিক : আখতার২৩৯
##### ১৯/০১/২০১৮খ্রি:
ক্ষুব্ধ প্রকৃতি সম্পর্কিত করণিকা
©somewhere in net ltd.
১|
১৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৫:৫৬
চাঁদগাজী বলেছেন:
আপনি কিছুটা সময় ব্যয় করে, অন্যদের কিছু পোষ্ট পড়েন; শুধু বলতে থাকলে শেখার সময় পাবেন না।