![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কোঠাসুবিধায় আন্তরিক আতঙ্ক
---------------------------------------------------
আমরা, যারা রাষ্ট্রীয় কোঠা-সুবিধা ভোগ করছি, ভীষণ আতঙ্কের মধ্যে আছি এজন্যেই যে, যোগ্যতায় আমাদের চেয়ে যোগ্যতরগণ যেকোনো সময়ে আমাদের ওপর চড়াও হ’তে পারে। কর্মসংস্থান না-থাকায় আমাদের আশপাশের হতাশাগ্রস্ত শিক্ষিত-বেকার যোগ্য যুবশক্তি ভদ্রতার আবরণ খুলে ফেলে বিক্ষুব্ধ এবং হিংস্র হয়ে উঠেছে।
আমাদের মধ্যে যারা ভুয়ো সনদ কিনে নিয়ে কোঠা-সুবিধা উপভোগ করছে, তারা অবশ্য অর্থশালী এবং তারা প্রাতিষ্ঠানিক শিক্ষায়, মেধায় ও দক্ষতায় আমাদের চেয়ে কিছুটা উন্নত। তাই, তারা হয়তোবা যোগ্যদের আক্রোশকে চড়ামূল্যে কিনে নিতে পারবে এবং সাগরের জল নদীতে সেচে ফেলার কৌশলে নিজেদেরকে বিক্ষুদ্ধের আক্রমণ থেকে রক্ষাও করতে পারবে। কিন্তু, আমরা যারা বৈধ কোঠাধারী, তারাই ডুবে আছি নিরাপত্তাহীনতায়।
যারা কোঠা-বাণিজ্যের সাথে জড়িত, তারা আপাতত ধরাছোঁয়ার বাইরে।
--------------------------------------------------------------
করণিক : আখতার২৩৯
##### ০৯/০৪/২০১৮খ্রি:
মুক্তিযোদ্ধা সনদ এবং কোঠা বাণিজ্যের প্রামাণ্যচিত্র
কোঠাসুবিধায় আন্তরিক আতঙ্ক
দিব্যদর্শন-২৩৯//২০১০
২| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪৩
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: কোটা বিপক্ষে কিছু বললে তথাকথিত চেতনাধারীরা আপনাকে রাজাকার বানায়ে ছাড়বে।
৩| ০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: কোঠা শব্দ টাকেই আজ আমি ঘৃণা করি।
©somewhere in net ltd.
১|
০৯ ই এপ্রিল, ২০১৮ সকাল ৯:৪১
ক্স বলেছেন: বেশি কিছু করতে হবেনা - আন্দোলন যারা করছে, তাদের মাথাগুলোকে বেছে বেছে তাদের সামনে গোলাপি রংয়ের মূলা ঝুলাতে থাকুন। যেহেতু টাকা পয়সা আছে, বেছে বেছে ভাল মানের মূলা কিনবেন। আন্দোলন ফান্দলন হব হাওয়ায় উড়ে যাবে।