![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ধর্মীয় পোশাক ধর্মালয়েই শোভনীয়
-------------------------------------------------
ধর্মালয়ের বাইরে যখন তুমি আসবে, ধর্মাদেশগুলোকে অন্তরে ধারণ ক’রে জাগিয়ে নিয়েই এসো। তবে, তোমার ধর্মীয় পোশাকের উপরে সাধারণ আবরণ যেন জড়ানো থাকে। কোথাও ঘৃণ্য না-হওয়ার লক্ষ্যে এটাই বরং ভালো তোমার জন্যে তোমার সামাজিকতার স্বার্থে। নিশ্চয়ই সাধু সেজে শয়তানি চালানোটা মোনাফেকদের জন্যেই শোভনীয়।
তুমি ইহুদি, খ্রিষ্টান, বৌদ্ধ, শিক, ভারতীয়, আরব্য নাকি আফগান- তোমার ঐ পরিচয় আমাদের কাছে কোনো বিশেষ প্রাধান্য পাবে না। শান্তিতে সমর্পিত শান্তিধর্মী এই আমরা শুধু দেখতে চাই তুমি ধার্মিক না-কি স্বেচ্ছাচারী, তোমার কর্মজীবনে তুমি ভদ্রলোক না-কি বিশৃঙ্খলাকামী এবং এতটুকুই বিবেচ্য আমাদের কাছে।
নিশ্চয়ই কর্মক্ষেত্রে ময়লায় মাখামাখির জন্যে ধর্মীয় পোশাক নয়। পরিষ্কার ধর্মীয় পোশাক ধর্মালয়েই শোভনীয়। সাধারণ লোকালয়ে ধর্মীয় পোশাকের বাণিজ্যিক প্রদর্শন নিঃসন্দেহে নিন্দনীয়।
---------------------------------------------------------------
শাস্ত্রপাঠক : আখতার২৩৯
##### ২০/০৫/২০১৮খ্রি:
ধারকের স্বাতন্ত্র্যে ধর্মের রকমফের
২| ২০ শে মে, ২০১৮ সকাল ৮:০৬
আকিব হাসান জাভেদ বলেছেন: পোশাক শালীনতা না থাকলে বিশৃঙ্খলতা থাকবে । ইহায় সত্য ।
৩| ২০ শে মে, ২০১৮ সকাল ৮:৩৭
সনেট কবি বলেছেন: যার যেমন রুচি সে তেমন করে।
৪| ২০ শে মে, ২০১৮ সকাল ৮:৩৮
বোববুরগের বলেছেন: What good will modest clothing do if you don't have modesty ingrained in your mindset.
৫| ২০ শে মে, ২০১৮ সকাল ৮:৪২
সোহাগ তানভীর সাকিব বলেছেন: যারা প্রকৃত ধার্মিক তাদের মাঝে আপনি সন্ধ্যানকৃত গুণ আছে বলে আশা করি।
৬| ২০ শে মে, ২০১৮ সকাল ৮:৫৭
ক্স বলেছেন: ধর্মীয় পোশাকের সংজ্ঞা কি? কোন ধর্মেই কি পোশাক পড়তে হবে, তা সুস্পষ্ট বলা নেই। যে ধর্ম যে লোকালিটিতে উদ্ভব হয়েছে, সেই লোকালিটির পোষাককেই সেই ধর্মের পোশাক বলার কন যুক্তি নেই। আবার মসজিদে বা মন্দিরেও সবাই জুব্বা বা গেরুয়া পরে যায়না। পোশাকের ব্যাপারটা সম্পূর্ণই রূচি/পছন্দ/আরামের উপর নির্ভরশীল।
৭| ২০ শে মে, ২০১৮ সকাল ৯:২২
রাজীব নুর বলেছেন: অবাক হওয়ার কিছু নাই।
সকল ধর্মের কিছু দুষ্টলোক অতীত কাল থেকে ধর্মকে কঠিনতর করে আসছে। একটি বিশেষ মাসে ১৮ ঘন্টা খাদ্য সহ পানি পান না করার স্রষ্টার আদেশ মনে করা আত্মহত্যার মত অপরাধ। মেরু অন্চলে প্রায় ছয় মাস আকাশে সূর্য থাকে। সেখানে ছয় মাস পানি না পান করলে মানুষ বা কোন প্রানীই বাঁচতে পারবে না।
৮| ২০ শে মে, ২০১৮ সকাল ১০:৪৩
অনুতপ্ত হৃদয় বলেছেন: ধর্মে পোশাকের ব্যপারে বলা হয়েছে, পোশাক হতে শালীনতা পূর্ণ, এখানে ধর্মের ধর্মগুরু যে পোশাক পড়তো আমরা সেটাকেই প্রাধান্য দেই
৯| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:১৫
কাইকর বলেছেন: সবার শালীনতা বজায় রেখে চলা উচিত। পোশাক একটা শালীনতার অংশ। যার রুচি যেমন, সবাইতো তো আর এক না।
১০| ২০ শে মে, ২০১৮ সকাল ১১:২৬
আবু আফিয়া বলেছেন: খুব সুন্দর আলোচনা। ধন্যবাদ আপনাকে।
আল্লাহ মানুষের চেহারা ও পোশাকের দিকে দৃষ্টি দেন না, তিনি দৃষ্টি দেন মানুষের হৃদয়ের দিকে।
কিন্তু আজকাল এমনও কিছু কট্টর মানুষ আছে যারা পোশাক, লম্বা দাড়ি, বড় জুব্বা, আলিশান টুপি এসবকেই যেন ধর্ম মনে করে। অথচ এসবের মাঝে ধর্ম নেই, ধর্ম মানুষের হৃদয়ে অবস্থান করে। এসব কিছু বাহ্যিকতা।
তবে কেউ যদি ভাল পোশাক পরিধান করে তাহলে তাকে বাহ্যিকভাবে সুন্দর লাগে।
©somewhere in net ltd.
১|
২০ শে মে, ২০১৮ ভোর ৫:১৯
অর্থনীতিবিদ বলেছেন: বিষয়টা স্পর্শকাতর।