নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

করুণাধারা

করুণাধারা

জীবন যখন শুকাইয়া যায় করুণাধায় এসো

করুণাধারা › বিস্তারিত পোস্টঃ

জন্মদিনে শুভেচ্ছা

১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০২


জন্মদিনে শুভেচ্ছা রইল:
কাজী ফাতেমা ছবি
শায়মা

জন্মদিন আসে বারে বারে
মনে করাবারে
এ জীবন নিত্যই নতুন
প্রতি প্রাতে আলোকিত
পুলকিত
দিনের মতন।

(রবীন্দ্রনাথ ঠাকুর)


মন্তব্য ৩৬ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১০:৪১

সাড়ে চুয়াত্তর বলেছেন: ছবি আপু এবং শায়মা আপু দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা।

১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৫

করুণাধারা বলেছেন: ধন্যবাদ।

দুজনের কারুরই তো দেখা নেই!!

২| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:১৯

দি এমপেরর বলেছেন: দুজনের জন্মদিন একইদিনে নাকি? তাহলে তো ডাবল খানাপিনা হওয়ার কথা।
দুজনের জন্যই শুভেচ্ছা।

১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৬

করুণাধারা বলেছেন: হ্যাঁ, এনাদের দুজনের একই দিনে জন্মদিন, ১৭ই আগস্ট।

অবশ্যই খানাপিনা ডাবল হওয়া উচিত! কিন্তু দুজনেই অনুপস্থিত কেন!!

৩| ১৭ ই আগস্ট, ২০২৪ রাত ১১:৩২

মায়াস্পর্শ বলেছেন: শুভেচ্ছা।
কেকগুলো মনে হচ্ছে আমাকেই ডাকছে তাদের কে গ্রহণ করার জন্য।

১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৮

করুণাধারা বলেছেন: কেকগুলো মনে হচ্ছে আমাকেই ডাকছে তাদের কে গ্রহণ করার জন্য।

যাদের জন্মদিন তাদের তো দেখা নেই! তাহলে এই ফাঁকে কেকগুলো নিজের মনে করে নিয়ে নিন! :)

৪| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১২:৩৩

সোনাগাজী বলেছেন:



শায়মা ও ফাতেমা ছবির জন্য জন্মদিনের শুভেচ্ছা রলো।

১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১০:৫৯

করুণাধারা বলেছেন: অনেক ধন্যবাদ।

৫| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১:৪৮

জটিল ভাই বলেছেন:
আভী ও শ্যাম্পু উভয়ের জন্যেই শুভ কামনা ♥♥♥
সেইসাথে মনে রেখে পোস্ট দেবার জন্য আপনাকেও শুভ কামনা জানাই আপা :)

১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০২

করুণাধারা বলেছেন: শুভকামনা জানানোর জন্য অনেক ধন্যবাদ জটিল ভাই।‌

প্রতি বছর ১৭ ই আগস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট আসে। এ বছর কোন পোস্ট আসলো না দেখে আমি তাড়াহুড়ো করে পোস্ট দিলাম। :D

৬| ১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ৮:৪৯

শেরজা তপন বলেছেন: আমাদের ব্লগের দুই প্রিয় আপুর জন্মদিন কি একই দিনে??
এই কাপ কেকে কাজ হবে না আপু- ইয়া বড় কেক লাগবে :)
ফাতেমা আপু আর শায়মা আপুকে জন্মদিনে প্রানঢালা শুভেচ্ছা।

১৮ ই আগস্ট, ২০২৪ সকাল ১১:০৫

করুণাধারা বলেছেন: হ্যাঁ, খুবই কাকতালীয় ঘটনা! দুজনের জন্মদিন একই দিনে ১৭ই আগস্ট।

বড় কেক দেওয়ার ইচ্ছা আমারও ছিল, কিন্তু রাত বেশি হয়ে গেছিল দেখে বড় কেক না পেয়ে এই কাপ কেকই দিতে হলো। শায়মা তো সারাক্ষণ খাবারদাবারের গল্প শোনায়, দেখি ও কিছু খাওয়া নিয়ে আসে নাকি!!

৭| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১২:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্লগার ছবি এবং ব্লগার শায়মা দুজনকেই জন্মদিনের শুভেচ্ছা।

১৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩১

করুণাধারা বলেছেন: আপনাকেও শুভেচ্ছা, এবং ধন্যবাদ।

৮| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:২৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: আপু কাল থেকে ভাবছি। সেই পোস্টটার কথা। ‍যিনি ত্রি রত্ন এর জন্মদিনের পোস্ট দেন। অনেক খুঁজেছি পাইনি। পরে আমি ভাবলাম শায়মা আপুর জন্মদিনে আমিই পোস্ট দিই । কিন্তু কাল রান্নাবান্না করতে করতেই দিন গেল। যাই হোক। এই পোস্ট পেয়ে এত ভালো লাগছে আলহামদুলিল্লাহ।

আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন , স্বপরিবারের সুস্থ ও নিরাপদ থাকুন। ভালোবাসা রইলো আপু

১৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৬

করুণাধারা বলেছেন: আমিও কালকে এই পোস্ট দেবার পর থেকে অপেক্ষা করছিলাম শায়মা আর ছবির মন্তব্যের জন্য। যাক, অবশেষে দেখা পাওয়া গেল!

আমি ভাবছিলাম বরাবরের মতো অন্য কেউ এই পোস্ট দিবে (কে জানি পোস্ট দেয়, সেটা ভুলে গেছি)! কিন্তু দিল না দেখে আমিই তাড়াহুড়া করে পোস্ট দিয়ে শুভেচ্ছা জানালাম।

দোয়া আর ভালোবাসা জানানোয় অনেক ধন্যবাদ ছবি। আল্লাহ আমাদের সকলকে ভাল রাখুন।

কিন্তু একটা কথা, এই যে এত ব্লগাররা আপনাকে শুভেচ্ছা জানালেন, তাদের একটা ধন্যবাদ দিলে ভালো হতো না?

৯| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ১:৩৫

রাজীব নুর বলেছেন: আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।
আপনি সদা হাসি খুশি থাকুন এবং আল্লাহর বরকত, রহমত, সন্তুষ্টি এবং আনন্দ আপনার জীবনে বইতে থাকুক।☺️

১৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯

করুণাধারা বলেছেন: আপনাকে জন্মদিনের শুভেচ্ছা।

কাকে জন্মদিনের শুভেচ্ছা রাজীব নুর? :)

তবে যেমন সুন্দর ভাবে শুভেচ্ছা জানালেন দেখে মন ভরে গেল। আপনিও সুখে শান্তিতে থাকুন পরী, ফাইহা আর তাদের মাকে নিয়ে।

১০| ১৮ ই আগস্ট, ২০২৪ দুপুর ২:৫৯

মিরোরডডল বলেছেন:





দুজন প্রিয় ব্লগার শায়মাপু আর ছবিপুকে জন্মদিনের বিলম্বিত শুভেচ্ছা।

ধারাপুকেও থ্যাংকস মনে করে পোষ্ট দেবার জন্য।

ধারাপু'র জন্মদিনটা যেনো কবে? :)


১৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪০

করুণাধারা বলেছেন: তোমাকেও থ্যাংকস, মন্তব্য করে যাবার জন্য...

আমার জন্মদিন কবে জানো না! জুনের জন্মদিনের পরের দিন আমার জন্মদিন! :)

১১| ১৮ ই আগস্ট, ২০২৪ বিকাল ৫:৩৮

ভুয়া মফিজ বলেছেন: দুইজনকেই ''শুভ জন্মদিন'' জানাইলাম। তবে এই কেক খাইলে ডায়াবিটিস কেউ ঠেকাইতে পারবে না। B:-/

১৮ ই আগস্ট, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

করুণাধারা বলেছেন: শায়মা যে সব খানাপিনার ছবি দেয়, আমার মনে হয় না ডায়াবেটিসের ভয় ওর আছে!

দেখি শায়মা এসে কী বলে!

১২| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৩২

অস্বাধীন মানুষ বলেছেন: শুভ জন্মদিন

২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:৫৬

করুণাধারা বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য। ভালো থাকুন, শুভকামনা রইল।

১৩| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ৯:৪৬

শায়মা বলেছেন: ফয়সালভাইয়া সেই যুগ যুগ ধরে এই পোস্ট দিয়ে যাচ্ছিলো আপুনি! নাফিস ইফতেখারও আর নেই শামীমভাইয়াও আর নেই তবুও ভাইয়া তার এঞ্জেলিকা আপুর জন্য এই পোস্ট দিয়ে যেত। জানিনা ভাইয়ার আইিড নাই হয়ে গেছে কিনা। এ বছরে তার পোস্ট নেই দেখে ভাবছি।

ভাইয়াকে আমি জিগাসা করেছিলাম ভাইয়া কতদিন এই পোস্ট দেবে? ভাইয়া বলেছিলো দেখি কতদিন দেওয়া যায়। এবার তো আমার খবর নিতে হবে ভাইয়ার। ভালো আছে তো ভাইয়াটা?

যাইহোক সেই কাজ তুমি করে ফেললে আপুনিমনি!!!!!!!! আমার নিজের রিয়েল লাইফেও মনে হয় এত ঘটা করে জন্মদিন হয়নি যা ব্লগে আমি অনেকগুলো বছর পেয়েছিলাম। এখন সেই ব্লগও নেই আর মানুষগুলোও নেই।
'
তবে যারা আছে একেকজন অমূল্য রতন তাদের মধ্যে তুমি একজনা।
আর আমাদেরকে আর বিশেষ করে আমাকে যে এত ভালোবাসো তাহা আমি বুঝতে পারি আপুনিমনি!!!!!:)


ছবি আপুকেও অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা!!!!!!!!!!! :)

আর তোমার জন্য অফুরন্ত ভালোবাসা!!!!!!!!! :)

২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৫

করুণাধারা বলেছেন: তুমি আর ছবি, দীর্ঘদিন ধরে সামুতে চমৎকার সব পোস্ট দিয়ে সামুকে তরতাজা রাখছো। তোমাদের জন্মদিন ভুলে গেলে চলে!!

অবশ্য আমি তোমার জন্মদিনে "কি করি আজ ভেবে না পাই" এর চমৎকার ছড়া মিস করি। :(

আমার বেসুরো গলায় গান হবে না, তাই গানের কথাগুলো লিখে দিলাম:

ফুরাইবে দিন, আলো হবে ক্ষীণ, গান সারা হবে, থেমে যাবে বীন,
যতখন থাকি ভরে দিবে নাকি এ খেলারই ভেলাটাই-

তোমার জন্যও অফুরন্ত ভালোবাসা। :)

১৪| ১৮ ই আগস্ট, ২০২৪ রাত ১০:০৫

শায়মা বলেছেন:


এই নাও পুরো পার্টির সব মিনি মিনি ফুড ছবি দিয়ে গেলাম আপুনি!!!!! :)

২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৬

করুণাধারা বলেছেন: এত ধৈর্য ধরে এগুলো বানাও কি করে ভাবি!

ধন্যবাদ এই মিনি ফুড পার্টির জন্য। :)

১৫| ১৯ শে আগস্ট, ২০২৪ রাত ১২:১২

সোহানী বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা দুই গুনী ব্লগারকে।

২০ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:০৭

করুণাধারা বলেছেন: শুভেচ্ছা পৌঁছে দিলাম! :)

১৬| ২২ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:১০

মিরোরডডল বলেছেন:





লেখক বলেছেন: আমার জন্মদিন কবে জানো না! জুনের জন্মদিনের পরের দিন আমার জন্মদিন!

তাই? কিন্তু জুনাপুর জন্মদিন কবে সেও মনে করতে পারছি না :(

যাই হোক, জন্মদিন যেদিনই হোক না কেনো, ধারাপুর জন্য সব সময় শুভকামনা থাকবে :)



২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৩

করুণাধারা বলেছেন: জুনের জন্মদিন কবে সেটা আমি কষ্ট করে আবিষ্কার করেছিলাম। তুমি একটু কষ্ট করে বের করে নাও। :D

তোমার জন্যও সব সময় শুভেচ্ছা রইল। :)

১৭| ২৩ শে আগস্ট, ২০২৪ ভোর ৫:৫১

খায়রুল আহসান বলেছেন: প্রলিফিক ব্লগার্স শায়মা ও ছবির শুভ জন্মদিনে তাদেরকে শুভকামনা ও অভিনন্দন জানাচ্ছি। আগামী বছরগুলোতেও তাদের এ কলম চর্চা অব্যাহত ধারায় সম্মুখপানে ধাবিত হোক!

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এর কবিতার চরণ উদ্ধৃত করে এ গুণী ব্লগার দু'জনকে শুভেচ্ছা জানিয়ে পোস্ট দেয়ার জন্য আপনাকেও ধন্যবাদ। ওরা প্রতি প্রাতে আমাদের জন্য আলোকিত, পুলকিত দিন নিয়ে আসুক! আপনিও আপন ধারায় আপনার নানামুখি প্রতিভার স্বাক্ষর রেখে চলুন আগামীর অজানা দিনগুলোতেও।

২৪ শে আগস্ট, ২০২৪ দুপুর ১২:১৮

করুণাধারা বলেছেন: সত্যিই এরা দুজন আমাদের ব্লগের বিশিষ্ট ব্লগার। (আমার এ কথা শুনে কারুর গাত্রদাহ হলে আমি দায়ী নই। ;) ) প্রতিবছর দেখি জন্মদিনের তাদের শুভেচ্ছা জানানো হয়। এ বছর হলো না দেখে আমিই তাড়াহুড়া করে শুভেচ্ছা জানালাম। একেবারে কিছু না হওয়ার চেয়ে অল্প কিছু হওয়া ভালো।

আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার এবং পোস্টে প্লাস দেবার জন্য জন্য।

১৮| ২৪ শে আগস্ট, ২০২৪ বিকাল ৫:৪৮

শায়মা বলেছেন: আমাদেরকে এত গুনি গুনি করলে একজন কিন্তু গান নিয়ে ছুটে আসতে পারে। সাবধান!! তাহার চৌক্ষে গুনী একজনই!!! :) :P

২৪ শে আগস্ট, ২০২৪ রাত ১০:৪৫

করুণাধারা বলেছেন: আমাদেরকে এত গুনি গুনি করলে একজন কিন্তু গান নিয়ে ছুটে আসতে পারে

পারলে কি আর এতক্ষণ বসে থাকতো! গুনি গুনি শুনে রাগে ছটফট করলেও ছুটে আসতে পারছেন না! আহারে, কি কষ্ট তাহারে! B-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.