নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জী, এই পোস্ট আপনাদের মতো মাতব্বরদের জন্য, যারা কাশ্মীর এবং ভারত পাকিস্তান সম্ভাব্য যুদ্ধ নিয়া ইতোমধ্যে এম ফিল এবং থিসিস করিয়া ফাটাইয়া ফেলিয়াছেন। শোনেন হে জ্ঞানী পণ্ডিত বিদগ্ধ ব্যক্তিগণ, দুইটা পারমানবিক অস্ত্রসমৃদ্ধ দেশের মধ্যে আক্ষরিক অর্থেই পারমনবিক যুদ্ধে জড়াইয়া পড়া আজকের পৃথিবীতে এত সহজ নহে। তা যতই কাশ্মীর নিয়া টানা হেঁচড়া চলুক, যতই হম্বিতম্বি আর সমরসজ্জা চলুক না কেন। ভারত এবং পাকিস্তান উভয়ের অস্তিত্বের জন্য এবং জাতীয়তাবাদী মদিরায় মানুষকে আসক্ত করিয়া মত্ত করিয়া রাখার জন্য এবং দুই দেশের অসংখ্য সমস্যা থেকে মানুষের মনোযোগ সরাইয়া রাখার জন্য কাশ্মীর লইয়া মাঝে মাঝে একটু ঝামেলা পাকানো উভয় দেশের পক্ষেই বিশেষ প্রয়োজন। কারণ জাতীয়তাবাদ চাঙ্গা রাখার জন্য শত্রু শত্রু খেলা ভাল কাজে লাগে এবং এই জন্য জাতীয়তাবাদ সবসময়ই শত্রু খুঁজিয়া বেড়ায়। অসংখ্য জাতি অধ্যুষিত ভারতের অস্তিত্বের জন্য, জোর করে ঐক্য টিকিয়ে রাখার জন্য যেমন পাকিস্তান এবং চীনের মতো 'শত্রু' দরকার তেমনি একই কারণে পাকিস্তানের অস্তিত্বের জন্য ও জাতীয় ঐক্যের জন্য ভারতের মতো 'শত্রু' দরকার। কাশ্মীর সমস্যা অন্তত যতদিন ভারত এবং পাকিস্তানের মতো দেশ দুনিয়াতে থাকবে ততদিন মিটিবে না। মাঝখান দিয়া কাশ্মীরের মানুষের উপর দিয়া ষ্টীমরোলারই চলিবে এইটাই দুঃখ। যাক, এই খেলা যদি না বুঝেন তো বইসা বইসা মুড়ি খান।আর যদি এইসব নিয়া লাফালাফি করতে চান তো করেন গিয়া, আপনারই এনার্জি লস হইব, আমার না। দয়া কইরা নিজের দেশের সমস্যাগুলার দিকে বেশী নজর দেন। পারলে থিসিস করেনগা যান। ওইটা বেশি কামে লাগব।
©somewhere in net ltd.
১| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৪
বাংলার জামিনদার বলেছেন: একটু যুদ্ব লাগলে ভালা হইতো। দুইটারই অনেক তেল হইছে।