নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অপ্রিয়বক্তা।

অন্তর্জাল পরিব্রাজক

অসাধারণ নই, সাধারণ এক মানুষ।

অন্তর্জাল পরিব্রাজক › বিস্তারিত পোস্টঃ

আশার আলো দেখতে পাচ্ছি ছাত্রদের এই আন্দোলনে।

০৩ রা আগস্ট, ২০১৮ রাত ১১:৩৭

অতিশয় নাজুক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ক্ষমতাশালীদের দাপট, বেপরোয়া জালিম বাস মালিক শ্রমিক এদেরকে লাইনে আনার জন্য দেশে ব্যাপক গন-আন্দোলনের কোনও বিকল্প নেই ...... তা সে যে পক্ষ থেকেই হোক... এবার যেমন ছাত্ররা নেমে এসেছে এ আন্দোলনে... অত্যাচার অনাচার চলেছে বছরের পর বছর ধরে... টুঁ শব্দটি কেউ করতে পারেনি ওদের ক্ষমতার দাপটে...... ১০ টাকার ভাড়া বিনা কারণে ১৫ টাকা / ২০ টাকা ওরা করে ফেলে কোনও ঝামেলা ছাড়াই.........২৫০ টাকার বাস ভাড়া অনায়াসে ওরা নিয়ে নেয় ৩৫০/৪৫০ টাকায়...... গাড়ি চালায় বেপরোয়াভাবে ... যাত্রী-জান-মালের নিরাপত্তার কোনও ধার না ধেরে...... দুর্ঘটনা ঘটিয়ে চলে ওরা নিমিষে ... মামলা হলেও পার পেয়ে যায় নিমিষে...... লাইসেন্সবিহীন গাড়ি ওরা চালায় বিনা বাধায়...... ফিটনেস বিহীন গাড়ি ওরা চালায় বিনা বাধায়...... প্রতিবাদ করতে গেলে অপমান করে প্রচণ্ডভাবে... এমনকি বিনা দোষে আহত যাত্রীকে চিকিৎসা করা দূরে থাক, বাস ব্রিজের ওপর নিয়ে সেখান থেকে অসহায় আহত যাত্রীকে নদীতে ফেলে দিয়ে মেরে ফেলে অতি নির্মম পাষণ্ডের মতো... অন্য বাসের সাথে প্রতিযোগিতা করতে গিয়ে অবলীলায় বাস তুলে দেয় স্কুলের পথচারীদের ওপর, স্কুলের ছোট নিস্পাপ বাচ্চাদের ওপর...... সরব প্রতিবাদ করতে গেলে পুলিশ দিয়ে আমাদের বাচ্চাদের পেটাবে নির্দয়ভাবে... পুলিশের লাঠির আঘাত থেকে বাদ যায় না কলেজের মেয়েরাও, কতটা নির্মম এদেশের পুলিশ ... দেশের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী সেখানে হাসতে হাসতে উপহাস করে বেড়ায়... যেন এগুলো কিছুই না, ভারি মজার ব্যাপার...... দেশের সুশীল সমাজের কোনও রা নেই এতো বড় ইস্যুতে... আর দলকানা এক শ্রেণীর বজ্জাত এর মধ্যে খুঁজে বেড়ায় জামাত-শিবিরের সংশ্লিষ্টতা... সব মিলিয়ে একটাই জিনিষ মনে হয়ে যে আমি একটি ইতরের দেশে বাস করি, একটা অসভ্যদের দেশে বাস করি... ওকে... ঠিক আছে... লাইনে আসবে, সবই লাইনে আসবে ...... এই লাইনে আনার জন্য দরকার ব্যাপক আন্দোলন-বিক্ষোভ... আজ স্কুল -কলেজের ছাত্ররা নেমেছে ...আগামীদিনে দেশের সমস্ত মানুষ যখন আন্দোলনে নামবে সমস্ত অত্যাচারের বিরুদ্ধে তখন কোথায় পালাবে ক্ষমতাশালীরা, ঐ বাস মালিক শ্রমিকরা, আর ঐ আওয়ামী লীগাররা? ... জেগে উঠতে হবে আবার সেই পাকিস্তান আমলের মতো......সমস্ত অত্যাচার - অনাচারের বিরুদ্ধে ......সময় এসে পড়ছে পুরো দেশ কাঁপিয়ে দেয়ার... সময় এসেছে এই বিগড়ে যাওয়া রাষ্ট্রযন্ত্রটীকে মেরামত করার... তখন আর কতো পুলিশ দিয়া পিটাবি...আর কতো বাসের স্টিয়ারিং বন্ধ রাখবি... আর কতো পাতানো নির্বাচন করবি দেখা যাবে..।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ১২:২৯

আলআমিন১২৩ বলেছেন: অন্ধকার টানেলের অপর পাশে আলোর রেখা। শুধু সাহস করে টানেলটা পার হতে হবে।

২| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৩:৫৪

মলাসইলমুইনা বলেছেন: সত্যি যেন হয় আপনার আশা !

৩| ০৪ ঠা আগস্ট, ২০১৮ রাত ৩:৫৭

ভ্রমরের ডানা বলেছেন:

সময় এসেছে বাংলাদেশকে সিরিয়া বানাবার..... তাইতো....

৪| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৭:২৮

ওমেরা বলেছেন: আশা নিয়ে বসে থাকেন ।

৫| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ৮:২৬

কলাবাগান১ বলেছেন: সব গ্রেনেড মেরে উড়িয়ে দেন...একবার চেস্টা করেছেন ...তো দশ ট্রাক অস্ত্র তো আছে....

৬| ০৪ ঠা আগস্ট, ২০১৮ সকাল ১০:৫২

রাজীব নুর বলেছেন: সবাই নিরাপদ সড়ক চায়। তাই সরকারের ব্যবস্থা নিতে নিরাপদ সড়কের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.